ভালো থেকো ভালোবাসা

ভালোবাসা সবসময় তুমি ভালো থেকো। আমার কষ্টের রূপ দেখে তুমি সুখের হাসিতে মগ্ন থেকো।তবেই আমি ভালো থাকবো।আমার ভালবাসা তুমিই তাইতো সবসময় ভালো থাকবে এই কামনা করি আমি হাজার কষ্টের মাঝে বেঁচে থেকেও।আমি নিজেকে হারিয়ে ফেলি মেঘের আড়ালে।ভালোবাসা এমনই হয়,অজান্তেই যেনো চোখের পাতা ভিজে গিয়ে আনমনে দুফোটা জ্বল চলে আসে।তবুও আমি সবসময় ভালোবাসার মঙ্গল কামনা করেই যেতে চাইবো জীবনের শেষ ক্ষণ পর্যন্ত। তাই আমার মাঝে মধ্যে মনে হয়,ভালোবাসা শব্দটাই যেনো বড়ই অদ্ভুত!!তবে তার চাইতে বেশী অদ্ভুত মনে হয়ে থাকে ভালোবাসার মানুষটিকে।যদি তুমি কষ্টই দেবে, তবে সেদিন কেনোইবা আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে?তবুও আজও জানতে ইচ্ছে করে,এই সূদুর থেকেই কেমন আছো তুমি এই আমাকে ছাড়া? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো? হয়তোবা এখন আগের মতো আমাকে ভাবতে সময় হয়না তোমার? আর কেনোইবা মনে পড়বে আমাকে?আমি তো অনেক অনেক বেমানান তোমার ভালোবাসার কাছে,তোমার অর্থের কাছে!তোমার ধন দৌলতের কাছে!তবে এতো কিছু তোমাকে বললাম এমনিতেই,তুমি কিছু মনে করবেননা!কেননা আমার আজ ভীষণ খারাপ লাগছে তাই এতোটা বলে ফেললাম। আমি একথাও জানি,যে তুমি তোমার নিজ থেকে জানতে চাইবেনা,...