আসেন, গোবোরে লাথি দিয়া প্রমান করি আমি পারি! আসেন, গোবোরে লাথি দিয়া প্রমান করি আমি পারি! টাইটেল দেখে চমকানোটাই স্বাভাবিক। টাইটেলটা দেবার সময় আমিও ভাবছিলাম যে এমন একটা নেগেটিভ মার্কা পজেটিভ টাইটেল দিবো কি না। কিন্তু আমার সাথে ২০০৬ সালে ঘটে যাওয়া একটা ঘটনার ফলে এই টাইটেলটাই রেখে দিলাম। আগে তাহলে ঘটনাটা বলে নেই। ঘটনাটা বললেই মনে হয় সব থেকে ক্লিয়ার হবে যে আমি কি বলতে চাইতেছি। সেই গোবোরে লাথি মারবার ঘটনা ২০০৫ সাল আমার জীবনে সব থেকে ঘটনা বহুল একটা বছর। এই বছরেই আমি জেনেছি আমি যা পারি বলে জানি, তা আসলে পারি না। আবার এই বছরেই জেনেছি যে আমি যা পারিনা বলে মানুষ মনে করে তা আমি পারি। এ বছরেই আমি জেনেছি বন্ধুত্ব কাকে বলে, এ বছরেই জেনেছি বিনা কারণে কি করে মানুষ মানুষের শত্রুতে পরিণত হতে পারে। অনেক অনেক কিছু শিখেছি, বুঝেছি। এ বছরেই আমি এমন একটা কাজ করেছিলাম, যা সবাই বলেছিলো যে আমার দ্বারা হবেই না। এবং আমি সফল হয়েছিলাম। সেই কাজের বর্ননা না দেই। ২০০৬ সালে এসে হঠাৎই একজন প্রশ্ন করে বসলো যে ঐ কাজটা করে আমার তো কোন উপকার হয় নাই। আমি তাক...