আপনি আপনার চমৎকার আইডিয়া পাবেন কোথায়? আপনি সম্ভবত মনের মধ্যে অন্তত একটি হলেও আইডিয়া রাখেন যে আপনি আপনার জীবনে কিছু একটা করতে চান, যদি না হয় তা হলে এই আর্টিকেলটির মাধ্যমে আপনাকে একটি চমৎকার আইডিয়া দিতে চাই, যাহাতে আপনি কিছু একটা করার অনুপ্ররনা খুঁজে পান আপনার জীবনে। আপনার আইডিয়ার প্রতি বিরক্ত হবেন না, নিজের আইডিয়াকে কখনও এমন ছোট করে দেখবেন না যে আপনি কিছুই করতে পারবেন না, বরং এটাই চিন্তা করুণ যে, কিভাবে একটা খারাপ আইডিয়াকে একটা চমৎকার আইডিয়াতে রূপান্তরিত করা যায়। নিজের আইডিয়া নিয়ে এগিয়ে যান, ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আপনিই হাঁটবেন বহুদূর। সুতরাং আইডিয়াগুলো কোথা থেকে আসতে পারে তা নিয়ে শুরু হউক আমারদের পরের স্টেপঃ