তিনটি ঘটনা, একটি কৌতুক, এবং কিছু শিক্ষণীয় বিষয় ঘটনা #১: মাত্রই দেখলাম বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডারের আলভেজ এর দিকে বিপক্ষ দলের একজন দর্শক কলা ছুড়ে মেরেছেন। তিনি এটা নিয়ে কোন রকম প্রতিক্রিয়া না দেখিয়ে কলাটা উঠালেন, খেলেন এবং কর্ণার শট নিলেন। এবং পরে ঐ বেক্তি যে কলাটি ছুড়ে মেরেছিলেন তাকে ধন্যবাদ ও জনিয়েছেন এই খেলোয়াড় এবং বলেছেন যে ঐ কলাটি তাকে শক্তি যুগিয়েছিল, যার ফলে তিনি এমন ক্রস করতে পেরেছেন যাতে গোল হয়েছে। ঘটনা #২ (ক ও খ): বাংলাদেশের দুই রাজনৈতিকের ভিডিও আপনারা আগেই দেখেছেন, তাদের নাম আর না বলি। দুই জনেরই কাহিনী একই, বক্তৃতা দেবার সময় পায়জামা খুলে গেছে। কিন্তু যদি একটু ধৈর্য্য নিয়ে আপনি ভিডিও দুইটি দেখেন, দেখবন তারা এটা নিয়ে খুব বেশী বিচলিত না। প্রথম জনের যখন এমন ঘটনা ঘটছে, তিনি ঠেকাবার চেষ্টা করেছেন, কিন্তু পারেন নি; তিনি তার বক্তৃতা চালিয়ে গেছেন। আর দ্বিতীয় জনের যেটুকু ভিডিও আমরা পেয়েছি, তাতে তিনি বেশ অনেক্ষণই খোলা অবস্থায় দাড়ায় বক্তৃতা দিছেন। ঘটনা #৩: এটা আমার এলাকার একটা ছেলের। সে যেই স্কুলে পড়ত, সেই স্কুলে প্রাইমারী সেকশনের জন্য...