পোস্টগুলি

android development tips and tricks লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শুধুমাত্র মোবাইলের configuration পরিবর্তন করে আপনার জিপি সিমে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট চালান( মোবাইলের নিজস্ব ব্রাউজারে) ।

ছবি
সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন । আশাকরি সবাই ভাল আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার মোবাইলে জিপি সিম ব্যাবহার করে শুধুমাত্র মোবাইলের configuration পরিবর্তন করে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট চালান যায় । পদ্ধতি-(নকিয়ার জন্য): প্রথমে আপনার মোবাইলের Menu তে যান । তারপর > Menu > Settings > Configurations > Personal Configurations > Option থেকে Add New > Web সিলেক্ট করুন। > Web এর ভেতর যা যা পাবেন তা নিম্নরূপে পরিবর্তন করুনঃ Account Name: Free Internet Home: www.gpworld.com Use Preffered Access Point: No Use Preffered Access Point No করলে Access Point Setting পাবেন। Access Point Setting এ প্রবেশের পর  Proxy : Enable  Proxy Address: 173.208.197.229  Proxy Port: 80  Bearer Setting এ যান। এখানে পাবেন Pocket Data Account Access Point যেটাতে internet লেখা থকে এটাকে gpinternet লিখে দিন। এবার Back চেপে চেপে বের হয়ে আসুন। এখন আবার নতুন করে Menu> Settings> Configaration> Personal Configurations যান এবং Option থেকে Free Internet কে Active করুন...

শীঘ্রই আসছে গুগল ওয়েভ

ছবি
ওয়েবে যোগাযোগের দ্রুততম ও সর্বাধিক ব্যবহারবান্ধব অনলাইন অ্যাপ্লিকেশন রিলিজ দেয়ার ঘোষণা দিয়েছে অনলাইন জায়ান্ট গুগল। বলা হচ্ছে, নতুন সেই অ্যাপ্লিকেশনের উদ্বোধনী অনুষ্ঠান হবে গুগলের ইতিহাসের বৃহত্তম প্রোডাক্ট লঞ্চ। গুগল ওয়েভ নামের এই সেবার আগমনী বার্তা জানিয়েছে গুগলের অফিশিয়াল ব্লগ। গুগল ওয়েভ একটি অনলাইন কমিউনিকেশন বা যোগাযোগের অ্যাপ্লিকেশন যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বার্তা আদান-প্রদান, ফাইল কিংবা ছবি শেয়ারিং, ইমেইলের সুবিধা রয়েছে। চলতি বছরের শেষের দিকে গুগলের এই নতুন ওয়েববেজড সেবাটি উন্মুক্ত করা হবে বলেই জানিয়েছে গুগল।

যেভাবে Google এর DNS ব্যাবহার করবেন:

ছবি
আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই , আজ আমি আপনাদের সাথে খুব জরুরী একটি বিষয় শেয়ার করব। আপনারা কি জানেন কিভাবে গুগুল ডি এন এস (DNS)  ব্যাবহার করতে হয়? সমস্যা নাই আমি আজকে আপনাদের কে আজ শিখিয়ে দিব কিভাবে গুগুল এর পাবলিক DNS ব্যাবহার করবেন। প্রথমেই বলি কেন গুগুলের পাবলিক DNS ব্যাবহার করবেন, অনেক সময় ওযেব সাইটের হোস্টিং চেঞ্জ করলে আপনার নেম সাভার্র পোগেশনাল ডিলের সৃষ্টি আর প্রোগেশনাল ডিলের ফলে আপনি যে নেট কানেকশন( গ্রামীন, রবি, সিটিসেল, বিনবা ব্রডব্যান্ড অথবা ওয়াইম্যাক্স) ব্যাবহার করেন তা দিয়ে আপনার সাইটে প্রবেশ করতে পারবেন না। তখন আপনি হয়তে আপনার ব্যাবহৃত নেট কানেকশন দিয়ে আপনার সাইটের নাও প্রবেশ করতে পারেন।  এর কারণ হলে আপনি যে অপারেটরের নেট কানেকশন ব্যাবহার করেন তাদের DNS আপডেট হলে কিছুদিন সময় লাগে।

যারা গুগল প্লাস নিয়ে ব্লগিং শুরু করতে চান তাদের জন্য গুগল প্লাসের মত দেখতে দুইটি দারুন ওয়ার্ড প্রেস থিম

ছবি
আপনারা অনেকেই হয়তো গুগল প্লাস নিয়ে ব্লগিং শুরু করতে চান অথবা গুগল প্লাসের মত দেখতে কোন থিম চান। তাই আমার আজকের টিউনে আমি আপনাদের সাথে দুইটা দারুন ওয়ার্ড প্রেস থিম শেয়ার করবো যে থিম দুইটি হুবুহু না হলেও প্রায় গুগল প্লাসের মত দেখতে। আশাকরি থিম দুইটি আপনাদের খুব ই ভাল লাগবে। থিম দুইটি আমার অনেক পছন্দের। দেখুনতো থিম দুইটি আপনার পছন্দ হয় কিনা। থিম টির নামঃ WP-Plus কলামঃ ৩ টি সাইডবারঃ ২ টি (ডানে একটা বামে একটা) পোস্টের জায়গাঃ ১ টি( মাঝখান)

ফোনে টাকা নেই তো ক হয়েছে কল করুন পৃথিবীর যেকোনো নাম্বার এ ফ্রি ভিডিও টিউটোরিয়াল !!!!!

  ফোনে টাকা নেই তো ক হয়েছে কল করুন পৃথিবীর যেকোনো নাম্বার এ ফ্রি ভিডিও টিউটোরিয়াল !!!!! আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যেকোনো দেশের যেকোণো নাম্বার ফ্রি তে আনলিমিটেড কল করা যাই তাহলে চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই মুল কোথাই আমি আপনাদের কিভাবে কল করতে হবে কিভাবে কথা বলতে হবে সম্পূর্ণ ফ্রি তে সকল খুটিনাটী আমি এই ভিডিও তে দখিযেছি তাই দেরি না করে ভিডিওটি দেখুন এবং অবশ্যই সবস্ক্রাইব করতে ভুলঅবেন না ধন্যবাদ

আজ থেকেই আপনার Android ফোন দিয়ে Bluetooth মাধ্যমে হ্যাক করে নিয়ন্ত্রন করুন আপনার বন্ধুর এন্ড্রয়েড ফোন।Size only 131 kb।

ছবি
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন,আশা করি খুবভাল আছেন এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন। এখন থেকে কোনো অ্যাপ আপনাকে কষ্ট করে খুজতে হবে ননা কারন এখন থেকে সব থাকবে আপনার হাতের কাছেই। Post এর শুরেতেই নিচের Link থেকে App টি Download করে নিন।100% Working App Download Link: Click hear N.B Download করার জন্য প্রথমে Slow Download।তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন। App টি দিয়ে কিভাবে কাজ করবেন নিচে দেখে নিন। যা যা করতে হবেঃ ১। সফটওয়্যার টি আপনার অ্যান্ড আপনার বন্ধুর মোবাইল এ ইন্সটল দিন।

গান করবেন আপনি আর যে কোন গানের সুর করবে আপনার মোবাইল।সাইজ মাত্র3.45 mb। 100% কার্যকারী।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি। হে'দ লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।

এবার আপনার ছবিকে নতুন টেক্সট ইফেক্ট দিয়ে ফটো পোর্টেট তৈরি করুন

ছবি
আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে নতুন একটা টিউটোরিয়ার শেয়ার করব। আমরা অনেক সময় অনেক ম্যাগাজিনের উপরে মডেলের ছবিতে টেক্সট পোর্টেট ইফেক্ট দেখতে পাই। টেক্সট পোর্টেট ইফেক্ট ছবিকে লেখার মধ্যে একটা নতুন লুক দেয়। Text বর্তমানে ফেসবুকে গেলে কত ডিজাইনের যে ছবি দেখতে পাওয়া যায় তা বলে বুঝানো যায় না। তাই আপনারাও যাতে ছবিতে একটু আলাদা লুক দিতে পারেন তাহলে ক্ষতি কি? আপনাদের জন্য আমি নিয়মিত টিউন করে আসছি যারা আমার আগের টিউন গুলো মিস করেছেন সেগুলোর লিংক নিচে দেওয়া হল চাইলে দেখে আসতে পারেন।

বহু ওয়েব সাইট এর সাথে পরিচয় হয়েচে এই বার থামুন আজ দেখাবো এক ভিন্ন সাইট

কেউ আবার মনে করবেন না কোন পিটিসি সাইট এর সাথে পরিচয় করাবো এটি এমন একটি সাইট যেখান থেকে আপনি যদি অ্যাপ ডেভেলপের হয়ে থাকেন বা কেউ শিখছেন তাহলে তাদের জন্য সুখবর কারন এখন আর গুগল প্লে স্টর আর আপনার আকাউন্ট করা লাগবে না তাহলে তাদের জন্য সুখবর কারন এখন আর গুগল প্লে স্টর আর আপনার আকাউন্ট করা লাগবে না তাহলে তাদের জন্য সুখবর কারন এখন আর গুগল প্লে স্টর আর আপনার আকাউন্ট করা লাগবে না

অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা ডাউনলোড করে নিন অসাধারন একটি অ্যাপস ( All in One )

ছবি
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা ডাউনলোড করে নিন অসাধারন একটি অ্যাপস ( All in One )  আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। ডাউনলোড করে নিন অাপনার Android ফোনের জন্য ডাউনলোড করে নিন দারুন একটি অ্যাপ।।আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা Android অ্যাপ।এটা একবার ব্যবহার করে দেখুন ভালো লাগবে New Verson। App Name: SCR Pro Size:5.73MB

দরকারি চিকিৎসাসেবার অ্যাপ হিসেবে ‘আরএক্স ৭১ হেলথ’ অ্যাপটি সাড়া ফেলেছে।

ছবি
দরকারি চিকিৎসাসেবার অ্যাপ হিসেবে ‘আরএক্স ৭১ হেলথ’ অ্যাপটি সাড়া ফেলেছে।   গুগল প্লে স্টোরে উন্মুক্ত হওয়ার দুই দিনের মধ্যেই এটি তিন হাজারের বেশি ডাউনলোড হয়েছে। ব্যবহারকারী অ্যাপটির কার্যকারিতা নিয়ে ‘রিভিউ’ অংশে ইতিবাচক মন্তব্য করেছেন। ১০০ জনের বেশি ব্যবহারকারীর কাছ থেকে ‘ফাইভ স্টার’ রেটিং পেয়েছে অ্যাপটি। বর্তমানে গুগল প্লের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ‘টপ ফ্রি’ তালিকার শীর্ষে রয়েছে দরকারি এ অ্যাপ। আরএক্স ৭১ লিমিটেডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের অন্যতম একটা সমস্যা হলো, কোন ডাক্তার এর কাছে যাব, এইটা বুঝতে না পারা। আপনার যাওয়া উচিত মেডিসিন বিশেষজ্ঞের কাছে, কিন্তু চলে গেলেন সার্জনের কাছে।