পোস্টগুলি

Business Tips লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফ্রিলান্সার হতে চান? আগে কাজ শিখুন

ছবি
ফ্রিলান্সার হতে চান? আগে কাজ শিখুন ২০১২ সালের প্রথম দিকের কথা। তখন আমি আমাদের জেলার সরকারি কলেজে অনার্স করছিলাম।  ছাত্র হিসেবে খারাপ না তাছাড়া ইংরেজি ভাষাটার প্রতি ছিল আমার অঘাট কৌতূহল ও শ্রদ্ধা। তাই পড়ছিলাম ইংরেজি বিষয়ের ওপরই। প্রথম বছরটা ভাল করে পার করে আমি তখন ২য় বর্ষে। ইন্টারনেটের এই যুগে ফেসবুকের প্রভাবটা স্বাভাবিকভাবে আমার উপরেও পরেছিল। এর ফলে আমি আস্তে আস্তে জানতে পারি অনলাইনে নাকি টাকা আয় করা যায়।

ফিক্সড পেমেন্টে ফ্রীল্যান্সিং করার সময় সমস্যা গুলো। যে কারনে ফ্রীল্যান্সিং ও বিরক্তি কর।

ছবি
Add caption ফিক্সড পেমেন্টে ফ্রীল্যান্সিং করার সময় সমস্যা গুলো। যে কারনে ফ্রীল্যান্সিং ও বিরক্তি কর। ভালো ক্লায়েন্ট যেমন আছে তেমনি আছে বদ ক্লায়েন্ট। কাউকে আবার শুধু বদ বললে একটু কম হয়ে যায় তারা হচ্ছে মহা বদ। দুই একটা উদাহরন দিব আজ... বিদ্রঃ টুইটটা ফ্রীল্যান্সিং এর প্রতি খারাপ ধারনা সৃষ্টির জন্য নয়। অফিস করতে গেলে যেমন বসের ঝাড়ি খেতে হয়, ফ্রীল্যান্সিং করতে তেমনি দুই একটা খারাপ অবস্থার মধ্যে পড়তে হয়। এটা অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে।

আপনি আপনার চমৎকার আইডিয়া পাবেন কোথায়?

ছবি
আপনি আপনার চমৎকার আইডিয়া পাবেন কোথায়? আপনি সম্ভবত মনের মধ্যে অন্তত একটি হলেও আইডিয়া রাখেন যে আপনি আপনার জীবনে কিছু একটা করতে চান, যদি না হয় তা হলে এই আর্টিকেলটির মাধ্যমে আপনাকে একটি চমৎকার আইডিয়া দিতে চাই, যাহাতে আপনি কিছু একটা করার অনুপ্ররনা খুঁজে পান আপনার জীবনে। আপনার আইডিয়ার প্রতি বিরক্ত হবেন না, নিজের আইডিয়াকে কখনও এমন ছোট করে দেখবেন না যে আপনি কিছুই করতে পারবেন না, বরং এটাই চিন্তা করুণ যে, কিভাবে একটা খারাপ আইডিয়াকে একটা চমৎকার আইডিয়াতে রূপান্তরিত করা যায়। নিজের আইডিয়া নিয়ে এগিয়ে যান, ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আপনিই হাঁটবেন বহুদূর। সুতরাং আইডিয়াগুলো কোথা থেকে আসতে পারে তা নিয়ে শুরু হউক আমারদের পরের স্টেপঃ

৩০ বছর বয়সের আগেই ৩০ লাখ টাকা জমানোর উপায়

ছবি
  ৩০ বছর বয়সের আগেই ৩০ লাখ টাকা জমানোর উপায় মাস শেষ হওয়ার আগেই পকেটের অবস্থা খারাপ হয়ে যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষের। এই বিল, সেই বিল দিতে দিতে দেখা যায় নিজের অ্যাকাউন্টে আর কোন টাকা জমা রাখা যায় না।বিশেষ করে যাদের অনেক খরচের হাত তারা ধার করেই পার করে মাসের অর্ধেক সময়।তাই খরুচেদের তো অবশ্যই এমনকি সবারই বছর শেষে নিরাপত্তার জন্য বেশ কিছু টাকা জমা করা উচিত। আজকের আর্টিকেলটি পড়ে জেনে নিন কিভাবে ৩০ বছর হওয়ার আগেই ৩০ লাখ টাকা জমানোর উপায়।

ব্যবসা সংক্রান্ত নতুন আইডিয়া পাওয়ার ৫টি উপায়

ছবি
  ব্যবসা সংক্রান্ত নতুন আইডিয়া পাওয়ার ৫টি উপায় নতুন নতুন আইডিয়া ছাড়া কোন ব্যবসাকে প্রতিষ্ঠিত করা অসম্ভব।কিন্তু অনেক উদ্যোক্তারাই নতুন কি নিয়ে ব্যবসা ব্যবসা শুরু করবে তার আইডিয়া সংকটে থাকে।নতুন উদ্যোক্তাদের জন্য বলছি, যারা এখনও অনেকের কাছ থেকে জেনে শুনে কিংবা গুগলে সার্চ করেও নতুন কোন আইডিয়ার কুল কিনারা করতে পারেন নি, তারা চোখ বুলিয়ে দেখতে পারেন এসডি এশিয়ার দেয়া এই পাঁচটি টিপস। নতুন কোন আইডিয়া পেতে বাহিরে সবার সাথে কথা বলুন-