PC Based MikroTik Router OS Installation
PC Based MikroTik Router OS Installation এই টিউটোরিয়ালে আজ আমরা দেখবো কিভাবে একটি কম্পিউটারে MikroTik Router OS ইন্সটল করা হয়। কম্পিউটারে MikroTik Router OS ইন্সটল করতে বেশি পরিমাণ হার্ডডিস্ক স্পেস ও র্যাম এর দরকার হয় না। অধিকন্তু হার্ডডিস্ক স্পেস যত কম হবে MikroTik Router এর পারফরম্যান্সও তত ভাল হবে। প্রথমেই আমরা একটি কম্পিউটারের সিডি রমে MikroTik Router OS এর বুটেবল সিডি প্রবেশ করাবো। MikroTik Router OS এর লেটেস্ট ISO ফাইল আপনারা চাইলে www.mikrotik.com/download এই এ্যাড্রেস থেকে ডাউনলোড করে একটি সিডিতে রাইট করে নিতে পারেন। সিডি রমে সিডিটি প্রবেশ করিয়ে যেভাবে অন্যান্য অপারেটিং সিস্টেম ইনসটল করা হয় সেই পদ্ধতিতেই আমরা কাজ শুরু করবো। ইন্সটলেশন প্রসেসের শুরুতেই মনিটরে নিচের স্ক্রীণটি আসবে। স্ক্রীণ এ লক্ষ্য করলে দেখবেন কিছু ইন্সট্রাকশন ও প্যাকেজসমূহের তালিকা দেওয়া আছে। যেমনঃ কার্সর মুভ করানোর জন্য p ও n প্রেস করতে হবে, কোন প্যাকেজ সিলেক্ট করার জন্য Spacebar প্রেস করতে হবে, সবগুলো প্যাকেজ একসাথে সিলেক্ট করার জন্য a প্রেস করতে হবে, ইন্সটলেশন প্রসেস শুরু করার জন্য i প্রেস করতে