পোস্টগুলি

PC Based MikroTik Router OS Installation

ছবি
  PC Based MikroTik Router OS Installation এই টিউটোরিয়ালে আজ আমরা দেখবো কিভাবে একটি কম্পিউটারে MikroTik Router OS ইন্সটল করা হয়। কম্পিউটারে MikroTik Router OS ইন্সটল করতে বেশি পরিমাণ হার্ডডিস্ক স্পেস ও র‌্যাম এর দরকার হয় না। অধিকন্তু হার্ডডিস্ক স্পেস যত কম হবে MikroTik Router এর পারফরম্যান্সও তত ভাল হবে। প্রথমেই আমরা একটি কম্পিউটারের সিডি রমে MikroTik Router OS এর বুটেবল সিডি প্রবেশ করাবো। MikroTik Router OS এর লেটেস্ট ISO ফাইল আপনারা চাইলে  www.mikrotik.com/download  এই এ্যাড্রেস থেকে ডাউনলোড করে একটি সিডিতে রাইট করে নিতে পারেন। সিডি রমে সিডিটি প্রবেশ করিয়ে যেভাবে অন্যান্য অপারেটিং সিস্টেম ইনসটল করা হয় সেই পদ্ধতিতেই আমরা কাজ শুরু করবো। ইন্সটলেশন প্রসেসের শুরুতেই মনিটরে নিচের স্ক্রীণটি আসবে। স্ক্রীণ এ লক্ষ্য করলে দেখবেন কিছু ইন্সট্রাকশন ও প্যাকেজসমূহের তালিকা দেওয়া আছে। যেমনঃ কার্সর মুভ করানোর জন্য  p  ও  n  প্রেস করতে হবে, কোন প্যাকেজ সিলেক্ট করার জন্য  Spacebar  প্রেস করতে হবে, সবগুলো প্যাকেজ একসাথে সিলেক্ট করার জন্য  a  প্রেস করত...

PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE

ছবি
আজকে আমরা শিখবো কিভাবে “PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE” এই সমস্যার সমাধান করা যায়। এটা মূলত আসার কারণ হচ্ছে PPPoE Server এ “One Session Per Host” এই অপশনে টিক চিহ্ন দাওয়া আছে। লগে যদি PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE এই অপশনটা দেখতে না চান তাহলে  টিক চিহ্নটা তুলে দিতে হবে । তাহলে আর আসবে না। আশা করি সবাই বুজতে পেরেছেন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

MIKROTIK SERVICE PORT

ছবি
MIKROTIK SERVICE PORT BANGLA, আজকে আমরা মাইক্রোটিকের ডিফল্ট সার্ভিস পোর্ট সম্পর্কে জানার চেষ্টা করবো। কীভাবে পোর্ট আমরা বদলিয়ে নিতে পারি ? কানও বদলাবো ডিফল্ট পোর্ট সে সম্পর্কে ভালভাবে জানার চেষ্টা করবো আজকে। মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট গুলা সাধারণত একটিভ থাকে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক সময় বন্ধ করি। বন্ধ করার কারণ হচ্ছে সিকিউরিটি। ডিফল্ট পোর্ট গুলা সবারই জানা থাকে তাই অনেক সময় এই পোর্ট ব্যবহার করে অনেকে হ্যাক করার চেষ্টা করে। তাই সার্ভিস পোর্ট গুলা সবাই বন্ধ করে রাখে বা অনেকে চেঞ্জ করে রেখে দেয়। আর পোর্ট যদি কেউ না জানে তাহলে তো আর এটাক করে লাভ নাই। কারণ যেই পোর্ট এ এটাক করতেছে সেই পোর্ট তো বন্ধ। তাহলে এটাক করলেও লাভ নাই যতই ডিফল্ট পোর্টে হিট করুক কোনো হিট আর আপনার মাইক্রোটিক এ আসবে না। তার মানে আপনি নিরাপদে থাকলেন। আমার পার্সনালি সাজেশন হচ্ছে সার্ভিস পোর্ট গুলা বন্ধ না করে চেঞ্জ করে নিয়া। তো চলুন আমরা দেখি মাইক্রোটিকের কোথায় থেকে এটাকে আমরা চেঞ্জ বা বন্ধ করতে পারি ! প্রথমে আমরা মাইক্রোটিক এ লগইন করবো তারপর বামপাশের মেনু ip থেকে services এ ক্লিক করতে হবে। এ...

How to set up a VPN in Windows

ছবি
How to set up a VPN in Windows When and how to use the VPN client built into Windows. VPN (virtual private network) technology lets a computer using a public internet connection join a private network by way of a secure “tunnel” between that machine and the network. This protects the data from being seen or tampered with by bad actors. The two most common use cases are consumer VPN services that allow individuals to surf privately from home or a public setting, and business-oriented solutions that allow employees to securely connect to a corporate network remotely. Now that so many people are thrust into working from home due to the coronoavirus pandemic, we’ve confirmed that this procedure is up-to-date and working as described. You may want to check out our guide on working from home as well, with tech tips and general setup considerations from our extensive personal experience in home offices. For the most part, VPN connections are handled by custom software suc...

BIGGEST BDIX FTP SERVER

BIGGEST BDIX FTP SERVER  এর মাধ্যমে স্বাভাবিক গতির চাইতে  কয়েকগুন বেশি গতিতে   Internet  গ্রাহক বিভিন্ন ধরনের ফাইল (  Movies, Video Song, Audio Song, Software, Game, Tutorial)  অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা I nternet  থেকে যে ধরণের ফাইল  download   করার চেষ্টা করি সেগুলো সহজে এবং দ্রুত  download   করা যায়। এর মূল কারন ISP service provider রা আমাদের জন্য কষ্ট করে সেইসব File গুলো কে Download করে এনে তাদের server এ দিয়ে রাখে। 

Interner Speed Slow! আপনার অভিযোগ জানানোর আগে আপনাদের যা করনীয়: (2)

ছবি
আপনার অভিযোগ জানানোর আগে আপনাদের যা করনীয়: আপনার করনীয়ঃ #১ আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন- সবসময় আপডেট রাউটার ব্যবহার করুন। অনেক সময় এমন হয়, আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইচ্ছা করে তাদের নিজস্ব রাউটার আপনাকে ধরিয়ে দিবে। যেটা পরে যেয়ে অনেক বিড়ম্বনার কারন হতে পারে। তাই রাউটার কিনবেন নিজের ইচ্ছা মতো দেখে শুনে। #২ সুবিধা জনক যায়গাতে রাউটারটি স্থাপন করুন- রাউটারটি স্থাপন করবেন এমন একটি স্থানে যেখান থেকে প্রায় সব ঘড়ে সমান ভাবে সিগন্যাল পৌছাতে পারে। এই আরও বিস্তারিত জানতে চাইলে পড়তে পারেন- #৩ শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা- কথাটা কেমন শোনাচ্ছে না? হুম, পাসওয়ার্ড আবার কি মাইনে রাখে? রাখে, কারন আপনি যখন একটা শক্ত পক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন তখন আর বাইরের কেউ আপনার নেট লাইন ব্যবহার করতে পারবে না। প্লাস পাবেন সিকিউর নেট সার্ভিস। #৪ ওয়াইফাই চ্যানেল- সবসময় সঠিক ওয়াইফাই চ্যানেল ব্যবহার করবেন। বেশিরভাগ সার্ভিস প্রভাইডার ২.৪ গিগাহার্জ ব্যবহার করে যেটা সবার জন্য পারফেক্ট নাও হতে পারে। #৫ পুরনো ডিভাইস ডিসকানেক্ট করে রাখুন- কথাটার মানে হল, যখন কোন ডিভাইস আর ব্যবহার করবেন না তখন সেটি ওয়াইফাই ...

Internet Problem? আপনার অভিযোগ জানানোর আগে আপনাদের যা করনীয়:

ছবি
আপনার অভিযোগ জানানোর আগে আপনাদের যা করনীয়: ডিসকানেক্ট  - পুরনো ডিভাইস ডিসকানেক্ট করে রাখুন- কথাটার মানে হল, যখন কোন মোবাইলে ওয়াইফাই আর ব্যবহার করবেন না তখন সেটি ওয়াইফাই রাউটার থেকে ডিসকানেক্ট করে রাখুন।  রিস্টার্ট  - অনেক সময় এমন হয় দেখবেন আপনার রাউটার চলতে চলতে হ্যাং করে। আর হটাৎ করেই স্পীড গায়েব বা নেট লাইন ডিসকানেক্ট হয়ে যায়। এমতাবস্থায় কিচ্ছু করবেন না জাস্ট রাউটার টা একবার অফ করে অন করুন বা রিস্টার্ট দিন। প্রিয় গ্রাহক,  আপনার Wi-Fi রাউটার এর Password কিছুদিন পর পর পরিবর্তন করুন। Password শেয়ার করা থেকে বিরত থাকুন। সাইবার ক্রাইম বেড়ে যাবার কারণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। আপনার সংযোগ ব্যাবহার করে অন্য কেও কোনো অনৈতিক / বেআইনি কাজ করলে সকল দায় আপনাকেই নিতে হবে। অযথা ঝামেলা এড়াতে সকল Password গোপন রাখুন এবং কিছুদিন পর পর পরিবর্তন করুন। ​ধন্যবাদ।