পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি চিঠি ও কিছু অব্যাক্ত কথা -------------------------------

একটি চিঠি ও কিছু অব্যাক্ত কথা ------------------------------- রাজকুমারী, মনে আছে কি আজকের দিনটির কথা। ১৮ নভেম্বরের শীতের সকালের কথা। এদিন সকাল ৭.১৫ মিনিটে আমরা সারাজীবনের জন্য এক বন্ধনে আবদ্ধ থাকার শপথ করেছিলাম। বলেছিলাম, কখনো তোমার হাতটা এক মূহুর্তের জন্যও ছাড়বো না।সারা জীবন তোমায় বুকে আগলে রাখবো। সেদিন তো তুমিও বলেছিলে, কখনো আমার হাতটা এক মূহুর্তের জন্যও ছাড়বে না। তবে জানো কি, সময়ের স্রোতে হয় তো মানুষ গুলোও বদলে যায়। চেনা মানুষ গুলোও কেমন যেনো অচেনা হয়ে যায়। ভূলে যায় তাদের দেয়া ওয়াদা গুলো। হয় তো আজ তুমিও ভুলে গেছো। তুমিও হয় তো অনেক বদলে গেছো। জানো,তোমার দেখানো স্বপ্ন গুলো এখনো আমার চোখে ভাসে। ইচ্ছে ছিলো তোমায় নিয়ে একটা ছোট্ট ঘর বানাবো। যে ঘরের দরজাটা হবে বিশ্বাসের, জানালাটা হবে আদরের, ছাদটা হবে ভালোবাসার। আর পুরো ঘর জুড়ে থাকবে শুধু ভালোবাসা। তোমায় নিয়ে স্বপ্ন বুনতাম, তোমায় নিয়ে কোন এক গধুলী বিকেলে নদীর পাড়ে তোমার হাতটা শক্ত করে ধরে বহুদূর হেটে যাবো। কোন এক জোছনা রাতে বারান্দায় তোমায় নিয়ে জোছনা দেখবো। কোন এক শিশির ভেজা সকালে তোমার চোখে স্বপ্ন বুনবো