পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

IELTS নিয়ে কিছু কথা

IELTS নিয়ে কিছু কথা যারা ইংরেজী ভাষায় কিঞ্চিত দুর্বল কিংবা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে আগ্রহী, তাদের জন্য আজকে আমাদের এই প্রয়াস। আজ আমরা ILETS কোর্স এর একটি সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে সক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো। প্রথমত, IELTS বা International English Language Testing System হলো সার্বজনীন এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ইংরেজী ভাষায় দক্ষতার একটি সনদ। আমরা যারা উন্নত বিশ্বে উচ্চশিক্ষা অথবা ইমিগ্রেশন এর চিন্তা করছি, তাদের জন্য IELTS অনেকটা ঐ স্বপ্নঘরের চাবি মতো। IELTS মূল্যায়ন পরীক্ষাটি মূলত তাদের জন্য যারা পড়ালেখা, চাকরি অথবা স্থায়ীভাবে বিদেশে যেতে চান। বাংলাদেশিরাও এর ব্যতিক্রম নয়। আর বাঙালি হিসেবে ইংরেজি ভাষায় কমবেশি আমাদের সবার ই কিছু না কিছু দুর্বলতা আছে। আর এই দুর্বলতা কাটিয়ে উঠার জন্য IELTS হতে পারে সর্বশ্রেষ্ঠ উপায়। সত্যি বলতে বিশ্বায়নের এই যুগে ইংরেজী ভাষায় একটু দক্ষতা থাকা খুব দরকার। বর্তমানে ঢাকাসহ অনেক জেলা শহরে বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং একাডেমীক সেন্টার IELTS কোর্সটির জন্য প্রশিক্ষণ দিচ্ছে। এখন আমরা সবাই জানি উন্নত দেশে শিক্ষা বা ভিসার আবেদন করতে IELTS এর

Listening টিপস

Listening টিপস IELTS – এর পরীক্ষা শুরু হয় লিসিনিং মডিউল দিয়ে । সুতরাং লিসিনিংটা যদি ভাল হয়, দেখা যায় অন্য মডিউলগুলোতে আত্মবিশ্বাস বেড়ে যায়। এখন কথা হলো IELTS – এর লিসিনিং মডিউল ভাল করা যায় কিভাবে? আপনি পরীক্ষা হলে প্রবেশ করার সাথে কর্তব্যরত শিক্ষকগন আপনাকে কিছু ইন্সট্রাকশন দিবে। আপনার জন্য বরাদ্দ থাকবে একটি-টেবিল একটি চেয়ার, একটি হেডফোন, একটি কোশ্চেন পেপার ও একটি অ্যানসার পেপার। হেডফোনটি ওয়ারলেস হেডফোন যা একটি রিমোট সেন্সরের মাধ্যমে কাজ করে। বি:দ্র : আপনাকে যখন হেডফোনটি দেয়া হবে তখন আপনি হেডফোনটি চেক করে দেখে নেবেন যে হেডফোনটি ঠিকমতো কাজ করছে কিনা। কারণ একবার পরীক্ষা শুরু হয়ে গেলে আপনি আর কোনো অভিযোগ করতে পারবেন না। পরীক্ষা চলবে ৪০মিনিট। প্রথম ৩০মিনিট আপনি হেডফোনে শুনবেন এবং পাশাপাশি আপনার কোশ্চেন শিট অ্যানসার করবেন। মনে রাখবেন সব পরীক্ষা দেবেন পেনসিলে। কারণ ভুল হলে পরবর্তীতে সহজেই আপনি রি-রাইট করতে পারবেন। পরবর্তী ১০ মিনিটে পরীক্ষা শেষে কোশ্চেন শিট থেকে অ্যানসার শিটে উত্তর ট্রান্সফার করবেন। মনে রাখবেন, আপনি যখন হেডফোনে শুনবেন তখন উত্তরগুলো কোশ্চেন পেপারে তুলবেন। সরাসরি উত্তরগুলো

IELTS Writing এ কি থাকে, সেই বিষয়ে একটু আলোচনা করি,

Writing টিপস যেহেতু আপনি IELTS Writing এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেহেতু আপনাকে যেকোন টপিক্স নিয়ে লেখার অভ্যাস তৈরি করতে হবে । তাই বলে কি আপনাকে সব বিষয় মুখস্ত করতে হবে! তা নয়, আপনি জাস্ট কিছু স্ট্রাকচার ফলো করবেন, সেই বিষয়গুলোই আজ আমরা দেখবো, চলেন তাহলে দেখি কিভাবে IELTS Writing এ ভাল একটা স্কোর করা যায়, প্রথমে IELTS Writing এ কি থাকে, সেই বিষয়ে একটু আলোচনা করি, IELTS Writing এ সময় থাকে ৬০ মিনিট। এই ৬০ মিনিটে ২টি Task শেষ করতে হয় । ১টি Task হচ্ছে একটি গ্রাফ দেখে ১৫০শব্দের একটি বিবরণী লিখতে হয়। আর ২য় Task এ দুই থেকে তিন লাইনের একটি প্যারা থাকে সেই প্যারা দেখে ২৫০ শব্দের একটি বিবরনী লিখতে হয়। যেহেতু ৬০মিনিটে, প্রথম Task এ ১৫০শব্দের একটি বিবরণী লিখতে হয় আর দ্বিতীয় Task এ ২৫০ শব্দের একটি বিবরনী লিখতে হয় । সেহেতু প্রথম Task এ ২০মিনিট ব্যয় করে দ্বিতীয় Task এ ৪০ মিনিট ব্যয় করাই উত্তম । IELTS Writing এ কি কি বিষয়ের উপর নজর দিতে হবে? OrganizationCorrectness & StyleCompletenessTest specific requirements Organization Organization বিষয়টি হলো প্রত্যেকটি লেখায় ভূমিকা(Introductio

IELTS Speaking টিপস

Speaking টিপস IELTS Speaking টেস্টে কিছু টিপস ফলো করলে আমরা সহজেই ভাল স্কোর করতে পারি। চলেন বেসিক কিছু টিপস জানার চেষ্টা করি । IELTS Speaking টেস্টের দিন বাসা থেকে যদি শুরু করি, তাহলে যে কাজগুলো করতে হবে Be formal: Be formal বলতে বোঝানো হচ্ছে আমরা যখন কোন জব ইন্টারভিউ দেওয়ার জন্য যাই তখন কিন্তু ফরমাল ড্রেস পরিধান করে যাই । স্পীকিং পরীক্ষাকেও আমাদের এই রকম জব ইন্টারভিউ মনে করতে হবে।অথার্ৎ ফরমাল ড্রেস পরিধান করে উপস্থিত হতে হবে। Speaking পরীক্ষায় যখন রুমে প্রবেশ করার সময় অবশ্যই বলবেন, May I come in Sir/Madam? রুমে প্রবেশ করে অবশ্যই সময় অনুযায়ী বলতে পারেন, Good morning/ good noon/ good afternoon আপনাকে চেয়ারে বসতে বলার সাথে সাথে বলুন Thank you sir/Madam Full answer Full answer বলতে বোঝানো হচ্ছে,আপনাকে যদি পরীক্ষক প্রশ্ন করে,Where you from? কখনেই এক কথায় বলার দরকার নাই Dhaka. আপনি বলতে পারেন I am from Dhaka. Dhaka is the capital city of Bangladesh. Ask a question কোন প্রশ্ন না বুঝতে পারলে কখনো What? এভাবে বলবেন না , আপনি জিজ্ঞাস করতে পারেন । Would you repeat please? Maintain g

IELTS Reading সেকশনটি কেন রাখা হয়েছে?

Reading টিপস IELTS Reading সেকশনটি কেন রাখা হয়েছে? IELTS Reading সেকশনের মাধ্যমে জানা যায় যে আপনি একটি আর্টিকেল পড়ে আপনি বুঝতে পারছেন কি না?পরীক্ষায় কোন তথ্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খুজেঁ বের করতে পারেন কি না? IELTS রিডিং নিয়ে কিছু তথ্য IELTS রিডিং এর সময় থাকে ৬০ মিনিট । এই ৬০ মিনিটে ৩টি প্যাসেজের প্রশ্নের এর উত্তর সমাধান করতে হয়। কি মনে হচ্ছে ৬০মিনিটে ৩টি প্যাসেজের ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে, তা কিভাবে সম্ভব! আসলে এই কাজটি খুব সহজেই আমরা সঠিকভাবে করতে পারি। যদি আমরা কিছু টিপস এন্ড ট্রিকস ফলো করি। তার আগে আমাদের জানা থাকা দরকার IELTS রিডিং সাধারণত কি ধরনের প্র্রশ্ন থাকে ? IELTS রিডিং পরীক্ষায় যে ধরনের প্র্রশ্ন থাকে তা হলো, Identifying information (True/False/Not given)Multiple choicesMatching InformationMatching headingsMatching featuresMatching sentence endingSentence completionFlow chart completionShort- answer questions যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, Identifying information (True/False/Not given) প্রথমে (True/False/Not given) কিভাবে বাহির করব সেই বিষয়ে একটু ধারণা নে

IELTS ভোকাবুলারি A,B,C

ভোকাবুলারি A,B,C Aurora(অরোরা) - মেরুপ্রভা Anchor (এ্যা ঙ্কর) - নোঙ্গর Antimony (এ্যান্টিমোনি) - সুরমা Arsenic (আর্সেনিক) - সেঁকোবিষ Admire (এ্যাডমায়ার) - প্রসংসা করা Allot (এ্যালট) - বরাদ্দ করা Astral(এ্যাস্ট্রাল) - তারকাসন্ধীয় Aggression(এ্যাগরেশন) - জবর দখল। Armour (আর্মার) - বর্ম Author (অথার) - গ্রন্থকার Atmosphere (অ্যাটমোস্ফেয়ার) - বায়ুমন্ডল Appetite (এ্যাপেটাইট) - রুচি Befall (বিফল) - ঘটা Butcher(বাচার) - কসাই Beaten paddy(বিটেন প্যাডি) - চিড়া Ban(ব্যান) - প্রতিবন্ধ Banish(ব্যানিশ) - তাড়ানো Blister(বিস্টার) - ফোস্কা Bargain(বার্গেইন) - চুক্তি করা Bait(বেইট) - টোপ Battle(ব্যাটেল) - যুদ্ধ Brook (ব্রুক) - ছোট নদী Beckon(বেকন) - হাত দিয়ে ইশারা করা Bow (বো) - ঝুঁকা Bribe(ব্রাইব) - ঘুষ Bury(বারি) - কবরস্থ করা Bend(বেন্ড) - নোয়ানো Claim(ক্লেইম) - দাবী Commodity (কমোডিটি) – পণ্য  Compensation (কম্পেনসেশন) - ক্ষতিপূরণ Clutch(ক্লাচ) - আঁকড়িয়ে ধরা Chide (চাইড) - তিরস্কার করা Cast(কাস্ট) - নিক্ষেপ করা Cassia(ক্যাসিয়া) - তেজপাতা Cumin seed(কিউমিনসিড) - জির

IELTS ভোকাবুলারি D,E,F

ভোকাবুলারি D,E,F Dynasty(ডিন্যাসটি)- রাজবংশ Dogma (ডগমা) - মতবাদ Divine(ডিভাইন) - স্বর্গীয় Dowry(ডাউরি) - পন Drench(ড্রেঞ্চ) - ভিজানো Densorotinous(ডেন্সোরোটিনাস) - আক্কেল দাঁত Dwell(ডোয়েল) - বাস করা Dispute (ডিসপিউট) - ঝগড়া করা Danger (ডেনজার) - বিপদ Diversity (ডাইভারসিটি) - পার্থক্য Damsel (ড্যামসেল) - অবিবাহিত মেয়ে Damage (ড্যামেজ) - আঘাত Dappled (ড্যাপেলড্) - নানা রঙে রঙিন Delicious (ডেলিশিয়াস) - মজাদার Defend (ডিফেন্ড) - আত্মরক্ষা করা Delete (ডিলেট) - মুছে ফেলা Destroy (ডিস্ট্রয়) - ধ্বংস করা Dawn (ডন) - ভোর Dwelling (ডোয়েলিং) - বাসগৃহ Enviously (এনভিয়াসলি) - ঈর্ষান্বিতভাবে Ephemeral (এফিমেরাল) - অবিনশ্বর Eunuch (ইউনাক) - খাজা Exchange (এক্সচেন্জ) - বদল Element (এলেমেন্ট) - উপাদান Excavate (এক্সক্যাভেট) - খনন করা Echo (ইকো) - প্রতিধ্বনি Eligible (এলিজিবল) - নির্বাচনের যোগ্য Entity (এনটিটি) - সত্তা Erase (ইরেজ) - মুছে ফেলা Epitaph (এপিট্যাফ) - স্মৃতিস্তম্ভের উপর ক্ষোদিত লিপি Elect (ইলেক্ট) - বাছাই করা Edible (এডিবল) - খাওয়ার যোগ্য Embarrass (এমব্যারা

IELTS ভোকাবুলারি G,H,I

ভোকাবুলারি G,H,I Garland (গারল্যান্ড) - ফুলের মালা Gnat (ন্যাট) - কীট Gruel (গ্রুয়েল) - ভাতের ফেন Glamour (গামার) - সোন্দর্য Gossip (গসিপ) - গল্প করা Gnarled (নার্ল্ড) - বাঁকানো Goblet (গবলেট) - হাতল ছাড়া বড় এক ধরনের গাস Grotto (গ্রোটো) - গুহা Gust (গাস্ট) – জোরে ধাক্কা Gambler (গ্যামব্লার) - জুয়াড়ী Generous (জেনেরাস) - দয়াবান Garret (গ্যারেট) - চিলেকোঠা Goldsmith (গোডস্মিথ) - স্বর্ণকার Hawk (হক) - বাজপাখী Hymn (হীম) - স্ত্রোতি Helot (হিলট) - ক্রীতদাস Hasten (হেসন) - তাড়াতাড়ি Heinous (হেনাস) - ভয়ানক Hail (হেইল) - বর্ষন Hemisphere (হেমিস্ফেয়ার) - অর্ধগোলক Harass (হ্যারেস) - বিরক্ত করা Hornet (হর্নেট) - ভিমরুল Hollow (হলোউ) - ফাঁপা Hamper (হ্যমপার) - ক্ষতি Harbor (হারবোর) - বন্দর Haste (হেষ্ট) - দ্রুত Hammock (হ্যামক) - এক ধরনের ঝুলন্ত বিছানা Hue (হিউ) - রং Harmony (হারমোনি) - একতান Husky (হাসকি) - কর্কশ Hysteria (হিসটেরিয়া) - উত্তেজনা Hood (হুড) - সাপের ফনা Heel (হিল) - গোড়ালি Heir (এয়ার) - উত্তরাধিকারী Hump (হাম্প) - কুজ Horizon (হরিজন) - দিক চক্রবাল

IELTS ভোকাবুলারি J,K,L

ভোকাবুলারি J,K,L Juvenile (জুভেনাইল) - অল্পবয়সী Jot (জট) - তাড়াতাড়ি লেখা Jockey (জোকি) - ঘোড়সওয়ার Jaw (জও) - চোয়াল Knob (নব) - হাতল Knot (নট) - জট Knock (নক) - টোকা দেওয়া Kinsfolk (কিনসফোক) – আত্ত্বীয়  Lap (ল্যাপ) - কোল Layer (লেয়ার) - স্তর Larva (লার্ভা) - সদ্যজাত পোকামাকড় খবমবহফ (লেজেন্ড) - পুরানো কাহিনী Luminate(লুমিনেট) - আলো ছড়ানো Limit (লিমিট) - সীমা Livid (লিভিড) - নীলাভ রং Lure (লিউর) - টোপ Luxury (লাক্সারী) - অপ্রয়োজনীয় বিলাস দ্রব্য Loyal (লয়াল) - বিশ্বাসী Lynx (লিংক্স) - ব্যগ্রশ্রেনীর একধরনের পশু

Thai 4pc Paper 16/12/16

ছবি
          Thai 4pc Paper 16/12/16

How to express indifference?

How to express indifference? Sometimes you may have no particular interest or concern about something and you want to express indifference during a conversation. Here are some expressions you can use: Expressing indifference So what?, Who cares!, I don’t care!, It’s all the same to me., I have no preference., I suppose so., I don’t mind. It doesn't matter to me, Whatever (you want)., Whatever you do?, I don’t mind., It’s your decision., Who knows!, Why should I care?, It makes no difference to me.,