পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE

ছবি
আজকে আমরা শিখবো কিভাবে “PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE” এই সমস্যার সমাধান করা যায়। এটা মূলত আসার কারণ হচ্ছে PPPoE Server এ “One Session Per Host” এই অপশনে টিক চিহ্ন দাওয়া আছে। লগে যদি PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE এই অপশনটা দেখতে না চান তাহলে  টিক চিহ্নটা তুলে দিতে হবে । তাহলে আর আসবে না। আশা করি সবাই বুজতে পেরেছেন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

MIKROTIK SERVICE PORT

ছবি
MIKROTIK SERVICE PORT BANGLA, আজকে আমরা মাইক্রোটিকের ডিফল্ট সার্ভিস পোর্ট সম্পর্কে জানার চেষ্টা করবো। কীভাবে পোর্ট আমরা বদলিয়ে নিতে পারি ? কানও বদলাবো ডিফল্ট পোর্ট সে সম্পর্কে ভালভাবে জানার চেষ্টা করবো আজকে। মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট গুলা সাধারণত একটিভ থাকে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক সময় বন্ধ করি। বন্ধ করার কারণ হচ্ছে সিকিউরিটি। ডিফল্ট পোর্ট গুলা সবারই জানা থাকে তাই অনেক সময় এই পোর্ট ব্যবহার করে অনেকে হ্যাক করার চেষ্টা করে। তাই সার্ভিস পোর্ট গুলা সবাই বন্ধ করে রাখে বা অনেকে চেঞ্জ করে রেখে দেয়। আর পোর্ট যদি কেউ না জানে তাহলে তো আর এটাক করে লাভ নাই। কারণ যেই পোর্ট এ এটাক করতেছে সেই পোর্ট তো বন্ধ। তাহলে এটাক করলেও লাভ নাই যতই ডিফল্ট পোর্টে হিট করুক কোনো হিট আর আপনার মাইক্রোটিক এ আসবে না। তার মানে আপনি নিরাপদে থাকলেন। আমার পার্সনালি সাজেশন হচ্ছে সার্ভিস পোর্ট গুলা বন্ধ না করে চেঞ্জ করে নিয়া। তো চলুন আমরা দেখি মাইক্রোটিকের কোথায় থেকে এটাকে আমরা চেঞ্জ বা বন্ধ করতে পারি ! প্রথমে আমরা মাইক্রোটিক এ লগইন করবো তারপর বামপাশের মেনু ip থেকে services এ ক্লিক করতে হবে। এ...