জীবনের কথা,


জীবনের কথা,  জীবন মানে কি শুধুই বাঁচে থাকা । অস্তিত্ব রক্ষা কেই যদি বেঁচে থাকা বলে । তাহলে বন্যার জলে ভাসতে থাকা কচুরিপানার সাথে মানব জীবনের পার্থক্য কোথায়? । কচুরিপেনার মতো ভেসে চলে যাওয়া টাই কি জীবনের মানি । হয়তো কারো কাছে । কিন্তু আমার কাছে না । আমার কাছে জীবনের মানি টা একটু অন্য রকম

 ঠিক ঠাক ভাবে চলা জীবন কেন জানি কিছু সময় নিজের অজান্তে এলমেলো হয়ে যায়।ঠিক বুঝে উঠতে পারিনা কেন এমন হয়। মনের মাঝে কোথাও হিম ভারি কোয়াশা জমাট ধোয়ার মতো করে উড়ে বেড়াচ্ছে।নীল আকাশ টা কেন জানি হঠাৎ করে ধুসুর ঘন কালো মেঘ ডাকা পড়ে গেছে । কিছুই ভাল লাগেনা তখন । মনে হয় আমি নিজে আর আমার আশে পাশে সব কিছু এলোমেলো হয়ে গেছে। । মাঝে মাঝে মানুষের জীবনটা কেন এলোমেলো হয়েও যায় এই প্রশ্নেটা আমকে অনেকে ভাবিয়েছে। ... কিন্তু ভেবে কি হবে , এলোমেলো হওয়া টাই তো জিবনের নিয়ম। জীবন তো জীবন নিয়ম চলবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

PC Based MikroTik Router OS Installation

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস