জীবনের কথা,

 জীবন মানে কি শুধুই বাঁচে থাকা । অস্তিত্ব রক্ষা কেই যদি বেঁচে থাকা বলে । তাহলে বন্যার জলে ভাসতে থাকা কচুরিপানার সাথে মানব জীবনের পার্থক্য কোথায়? । কচুরিপেনার মতো ভেসে চলে যাওয়া টাই কি জীবনের মানি । হয়তো কারো কাছে । কিন্তু আমার কাছে না । আমার কাছে জীবনের মানি টা একটু অন্য রকম


শুরু করো তুমি যেখানে আছো সেখান থেকেই
তোমার যা আছে তাই কাজে লাগাও
তুমি সামর্থ্য যতটুক ততটুক দিয়েই চেষ্টা করো
সাফল্যের জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট