জীবনের কথা,

 জীবন মানে কি শুধুই বাঁচে থাকা । অস্তিত্ব রক্ষা কেই যদি বেঁচে থাকা বলে । তাহলে বন্যার জলে ভাসতে থাকা কচুরিপানার সাথে মানব জীবনের পার্থক্য কোথায়? । কচুরিপেনার মতো ভেসে চলে যাওয়া টাই কি জীবনের মানি । হয়তো কারো কাছে । কিন্তু আমার কাছে না । আমার কাছে জীবনের মানি টা একটু অন্য রকম

জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের বিফলতা এবং হতাশার দায়ভার নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিই।তখন মনে হয় আমার ধারা কিছু হবে না । কপালের দোষ, কপাল টা মন্দ বলে এই কাজ টা বুজি হয় নাই। আমার ধারা কিছুই হবেনা । কিন্তু এই ধরনের চিন্তাই মূলত আমাদের সফলতার পথে বাঁধা। মানুষ পারেনা এমন কাজ খুবি কমই আছে । আপনি এগিয়ে যান কারন আপনি জানেন না আপনি সপলতার কত নিকটে আছেন ।
জীবনকে যত কঠিন ভাবে নেয়া হয় সুখ তত দূরে চলে যায়।আর মানুষের জিবন টা ততই কঠিন হয়ে যায় । মানুষ নিজের জীবনে কিছু নেতিবাচক ধারণা পোষণ করে যা তার সফলতার পথে সবচাইতে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। অথচ এই ব্যাপারটি আমরা নিজেই বুঝতে পারি না, বরং ভাগ্যকে দোষ দিয়ে থাকি সব সময়। কিন্তু এতে কোন লাভ নেই। ভাগ্যকে দোষ দিয়ে আমরা সত্য ঢাকতে পারবো না। তাই মেনে নিন জীবনের কিছু চরম সত্যগুলো। দেখবেন জীবনটা কত সহজ হয়ে গেছে। সফলতাও ধরা দেবে আপনার হাতে। সুখী হবেন জীবনে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Shillong Teer Counter ( Hitt Number )

থাই লটারি কিভাবে খেলবেন

PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE