গুগলের সেবা সমূহ (১)- অথরশীপ ভেরিফাই করন

অনেকেই জানতে চাচ্ছে, কিভাবে অতি সহজে গুগল প্লাস এর সাথে ব্লগের লিংক ভেরিফাই করতে হয় মানে অথরশীপ ভেরিফাই। যারা ইতিপূর্বে বিফল হয়েছেন তারা ব্লগারের অরিজিনাল টেমপ্লেটে ব্লগ আপগ্রেড করে তার পর এই প্রক্রিয়া গুলো অনুসরন করুন, আশা করি হয়ে যাবে। শুধু ব্লগ নয়, আপনি গুগল প্যানোরামিও প্রোফাইল, হাব-পেজ ব্লগ ইত্যাদি ভেরিফাই করতে পারেন এভাবে।
প্রথমে গুগল প্লাস এ যেয়ে প্রোফাইলে যান এবং এবাউট এ ক্লিক করুন। কন্ট্রিবিউট সেকশন এডিট লেখাটি ক্লিক করে এখানে আপনার ব্লগের লিংক যুক্ত করুন। অথবা এখানে ক্লিক করুনঃ https://plus.google.com/me/about/edit/co

তার পর ব্লগার ডট এ চলে যান। আপনার ব্লগার প্রোফাইল কে গুগল প্লাস এর সাথে যুক্ত করুন। সঠিক ভাবে করতে পারলে এরকম দেখাবে। ছবির সাথে মিলে গেলে, আপনি সার্থকভাবে প্লাসে উন্নিত করতে পেরেছেন।
এবার সরাসরি আপনার ব্লগের লে-আউট এ চলে যান এবং পোস্টেড বাই আপনি এটাতে টিক চিহ্ন দিন
এবার আপনার ব্লগটি ব্রাউজারে ওপেন করুন এবং দেখুন লেখা আছে কিনা পোস্টেড বাই *****
যদি দেখেন লেখা এসেছে, তবে আপনার কাজ শেষ। এখন এই লিংকটিতে যান এবং আপনার ব্লগের যেকোন একটি লিংক কপি করে এখানে পোস্ট করুন এবং প্রিভিউ তে ক্লিক করুন। http://www.google.com/webmasters/tools/richsnippets
এখন Authorship Email Verification লেখার নিচে দেখুন একটা বক্স আছে। সেখানে আপনার প্রোফাইলের লিংক দিন এবং verify authorship এ ক্লিক করুন। যেমন আমার প্লাস প্রোফাইল লিংকঃ https://plus.google.com/110552499960254018118
যারা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করেন, তারা অথরশীপ ভেরি ফাই প্লাগিন দিয়ে ভেরিফাই করতে পারেন। তারা প্লাস প্রোফাইলে লিংক যুক্ত করে প্লাগিন ইন্সটল করে সহজেই অথরশীপ ভেরিফাই করতে পারেন।
গুগল প্লাসের সাথে সাইটের লিংক ভেরিফাই করতে হলে আপনার গুগল প্লাস পেজের প্রোফাইলে যান এবং লিংক এর স্থানে লিংক দেন এবং এই লিংক এ যেয়ে আপনার ডোমেইন এর নামে খোলা ইমেইল আইডিটি এখানে দিনঃ http://plus.google.com/authorship
কোন সমস্যা হলে কমেন্টস করুন। পরের পোস্টটি করব- কিভাবে গুগল প্লাসে ফলোয়ার বৃদ্ধি করবেন >>>

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Shillong Teer Counter ( Hitt Number )

What is the difference between possibility and probability?

Tips for Learning English with Interactive Websites