আমার নতুন স্বপ্নের দিন। আবার স্বপ্ন দেখতে চাই ………… স্বপ্ন দেখতে চাই … স্বপ্ন দেখতে চাই


একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন আমি ?????
রাগ,অভিমান এসব কিছু নয় ,ভেতরে ভেতরে ডুকরে কাঁদছিলাম ,গলায় অশ্রুভেজা বাষ্প জমে আছে । দীর্ঘশ্বাস এর বাড়ি এতো কাছে যখন তখন আসে । কার সাথে কথা বলি ? ???
তখন ঘড়িতে রাত ২ টা । চুপি চুপি বের হলাম ,বাসার সাধারণ পোশাক পড়া। চুল ঠিক করা বা আয়না দেখা কোন টাই আজ করিনি । হাতে দুইটা মোবাইল আর ঘরের চাবি । এই আমার চলার সঙ্গী। গান শুনতে শুনতে হাঁটছি ।
কখন গুলশান পিজা ইন এর সামনে পৌঁছে গিয়েছি !! এখানে এক সময় অনেক এসেছি। যদিও তখন পিজা ইন ছিল না । থাকনা বলিসের নীচে চাপা পরে কিছু কথা।
যাই হোক আমি এখানে কেন?
বসে রইলাম।
কেউ কেউ ঘুরে তাকাচ্ছে, তাতে আমার কি । আমি তো আমি … যে গান টি শুনছিলাম ”বোল ক্যাছে এ নাদানগী ,তু বোল ক্যাছে বেচয়াণী ”
কতক্ষণ আর বসে থাকা যায়।
আবার হাটা শুরু করলাম ডি.ও.এইচ এর দিকে। হিহিহিহি এখানে কি আছে ! থাক এ গল্পে আজ নাই বা বলি । গেইটে আটকালো; কোথায় যাবেন ? আমি অনায়াসে ঠিকানা বলে ভেতরে যেতে পারতাম । নিজেকে খুড়ে দেখতে পারতাম।
বললাম ভেতরে যাবো না এমনি হাঁটছি , লোক টি তাকিয়ে রইলো। কি বুঝলো সেই জানে। আমি আবার হাঁটতে শুরু করলাম , রাস্তাগুলো এতো অন্ধকার কয়েক বার হোঁচট খেলাম। লাস্ট বার স্যান্ডেল ছিঁড়ে গেলো!!
এখন !!! স্যান্ডেল হাতে নিয়ে যাবো ? অবশ্যই না। মিথিলা ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পরে না । যেই ভাবা সেই কাজ। খালি পায়ে হাঁটছি …আপনার কাছে অদ্ভুত লাগছে ? রাত ৩/৪ টায় ঘরের কুঁচকানো কাপড় ,এলোমেলো চুল খালি পা ,… রাস্তায় একা একা হাঁটছে মিথিলা
হাটতে হাটতে মোবাইল ঘাঁটছিলাম , এই ছবি চোখে পড়লো , নস্টালজিয়া ভর করলো … সে দিন আমার নতুন স্বপ্নের দিন। মাথায় ঘুরপাক খেতে লাগলো আবার স্বপ্ন দেখতে চাই ………… স্বপ্ন দেখতে চাই … স্বপ্ন দেখতে চাই
সম্বিত ফিরলো। দেখি ফিরছি ঘরে দিকে। তখন ছুঁই ছুঁই ভোর …………।।
একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন আমি ?????
রাগ,অভিমান এসব কিছু নয় ,ভেতরে ভেতরে ডুকরে কাঁদছিলাম ,গলায় অশ্রুভেজা বাষ্প জমে আছে । দীর্ঘশ্বাস এর বাড়ি এতো কাছে যখন তখন আসে । কার সাথে কথা বলি ? ???
তখন ঘড়িতে রাত ২ টা । চুপি চুপি বের হলাম ,বাসার সাধারণ পোশাক পড়া। চুল ঠিক করা বা আয়না দেখা কোন টাই আজ করিনি । হাতে দুইটা মোবাইল আর ঘরের চাবি । এই আমার চলার সঙ্গী। গান শুনতে শুনতে হাসি
কখন গুলশান পিজা ইন এর সামনে পৌঁছে গিয়েছি !! এখানে এক সময় অনেক এসেছি। যদিও তখন পিজা ইন ছিল না । থাকনা বলিসের নীচে চাপা পরে কিছু কথা।
যাই হোক আমি এখানে কেন?
বসে রইলাম। কেউ কেউ ঘুরে তাকাচ্ছে, তাতে আমার কি । আমি তো আমি … যে গান টি শুনছিলাম ”বোল ক্যাছে এ নাদানগী ,তু বোল ক্যাছে বেচয়াণী ”
কতক্ষণ আর বসে থাকা যায়।
আবার হাটা শুরু করলাম ডি.ও.এইচ এর দিকে। হিহিহিহি এখানে কি আছে ! থাক এ গল্পে আজ নাই বা বলি । গেইটে আটকালো; কোথায় যাবেন ? আমি অনায়াসে ঠিকানা বলে ভেতরে যেতে পারতাম । নিজেকে খুড়ে দেখতে পারতাম
বললাম ভেতরে যাবো না এমনি হাঁটছি , লোক টি তাকিয়ে রইলো। কি বুঝলো সেই জানে। আমি আবার হাঁটতে শুরু করলাম , রাস্তাগুলো এতো অন্ধকার কয়েক বার হোঁচট খেলাম। লাস্ট বার স্যান্ডেল ছিঁড়ে গেলো!!
এখন !!! স্যান্ডেল হাতে নিয়ে যাবো ? অবশ্যই না। মিথিলা ছেঁড়া স্যান্ডেল সেলাই করে পরে না । যেই ভাবা সেই কাজ। খালি পায়ে হাঁটছি …আপনার কাছে অদ্ভুত লাগছে ? রাত ৩/৪ টায় ঘরের কুঁচকানো কাপড় ,এলোমেলো চুল খালি পা ,… রাস্তায় একা একা হাঁটছে মিথিলা
হাটতে হাটতে মোবাইল ঘাঁটছিলাম , এই ছবি চোখে পড়লো , নস্টালজিয়া ভর করলো … সে দিন আমার নতুন স্বপ্নের দিন। মাথায় ঘুরপাক খেতে লাগলো আবার স্বপ্ন দেখতে চাই ………… স্বপ্ন দেখতে চাই … স্বপ্ন দেখতে চাই
সম্বিত ফিরলো। দেখি ফিরছি ঘরে দিকে। তখন ছুঁই ছুঁই ভোর …………।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট