সকালের অনুভুতি

সকাল সকাল কেনো জানি  আকাশটি আজ  অন্ধকার হয়ে নেমেছে   !!!  টিপ টিপ বৃষ্টি পরছে !!!  সিম সিমে ঠান্ডা বাতাসে হারিয়ে  যাচ্ছে  মনের অনুভূতি !!!   বদলে  যাচ্ছে গাছ পালা, নদী নালা মাট ঘাট,  :-) :-)

জানালার পাশ থেকে দেখা যাচ্ছে"কে যেনো এক বালিকা ? খালি  পায়ে  নুপুর পরে  ভিজে যাওয়া সারা শরীরে হাতপাখা ডানামেলে খেলা করছে মেঘেদের সাথে  :-)  :-)

মনেপরে গেলো সেই ১ বছর আগের কথা  অনেক ইচ্ছে নিয়ে কোনো একদিন  খুব কাছের মানুষটিকে ১ জোরা নুপুর দিয়েছিলাম।  বিদ্ধাতা দুরত্বটা কেনো"যে এতোটাই দুরে সরিয়ে দিলো :-( :-(  এখনো  খুব ইচ্ছে করে তোমায় দেখতে,  তোমার সুবাশী ঘ্রানে মিশে থাকতে  :-( :-( আজ তোমায় খুব  মিস করছি,  অনেক মিস করছি :-( :-(

বিছানার ওপাশ থেকে  ভীন ভীন করে একটা এসএমএস এলো   ??? 

বাবু জানো আজকে আমি খালি পায়ে  তোমার  পছন্দের নুপুর পরে বৃষ্টিতে অনেক  ভিজেছি ?  তোমাকে খুব মনে পরছে   অনেক   মিস করছি   তোমায়  :  ♥♥♥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Shillong Teer Counter ( Hitt Number )

থাই লটারি কিভাবে খেলবেন

PPPoE CONNECTION IS ALREADY ACTIVE-CLOSING PREVIOUS ONE