বাচিয়ে রাখুন স্বপ্নটাকে
হেরে যাওয়া মানেই শেষ হয়ে শেষ হয়ে যাওয়া নয় | পাহাড়সম হারকে ঢাকতে একটি সফলতায় যথেষ্ট ! সকল পরিস্থীতিতে যে নিজেকে ধরে রাখতে পারে, আশা টিকিয়ে রাখতে পারে | সেই-ই তো আগামীর মানুষ | আমি personally বিশ্বাস করি, ঘর থাকলে তার একটা দরজাও নিশ্চয় থাকবে | আর যদি না-ই থাকে তবে একটা দড়জা নাহয় বানিয়ে নিবো ! তবুও হাল ছাড়বো না, কখনো না | বড় একটা লাফ দিতে হলে আমাকে দুই পা পিছিয়ে আসতে হবে, তবেই না পারব বড় হতে | হার লজ্জার নয়, ঘুড়ে দাড়াতে না পারাটা লজ্জার | হারতে শিখুন, জিতবেন আপনিই || আমি আপনার মতো পারিনা, তাই বলে আমি খারাপ?? আলোয় কি সবকিছু, অন্ধকার কি কিছুই নয়?? সবকিছুতেই শুধু গতিই কাম্য, স্থিথী কোথাও কাম্য নয়?? অবশ্যই || জীবন এক বিচিএ অংক | এই জীবনের অংকটাকে অনেকভাবে অনেক সূএ দিয়ে সমাধান করা যায় | আপনি মানুষ, আপনি-ই তো সেরা ! টাকা নেই/ভালো চেহারা নেই/গোল্ডেন Result নেই তো কী হয়েছে স্বপ্ন আছে তো?? ওটাকে বাচিয়ে রাখুন ! বুক ফুলিয়ে বাচুন ||
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন