কোন ডাটা চার্জ ছাড়াই আপনার পিসিতে ও ফোনে দেখুন আনলিমিটেড Free TV (100% Working)

আসসালামু আলাইকুম,
আবারো আপনাদের জন্য নতুন একটি টিউন নিয়ে এসছি
আজকের টিউটোরিয়ালটি অনেক সম্পূর্ণ ব্যাতিক্রম এবং আকর্ষণীয়।
তার আগে কিছু কথা বলে নেইঃ
গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি মানসম্মত ও পূর্ণাঙ্গ  টিউটোরিয়াল আমরা করে চলেছি ধারাবাহিক ভাবে, যেখানে থাকছে
1. Photoshop
2. Illustrator
3. Adobe Indesign
অনেকে ফেসবুকে ছবি আপলোড করার আগে এডিট করতে চায়, বা  অনেকে টাকা আয় করার জন্য বা ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য ফটোশপ শিখতে চায়। আবার অনেকে নিজের প্রয়জনেই অনেক ধরনের ডিজাইন দরকার হয়।  তাদের জন্যই আমাদের এই ভিডিও টিউটোরিয়াল গুলো।
উল্যেখ্য এই যে, এই ভিডিও গুলো ফলো করে ৩ মাস সময় নিয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করলে, একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হয়ে ওঠা সম্ভব। আর বাংলাদেশে একজন ভালো ডিজাইনারের বেতন মিনিমাম ৫০ হাজার টাকা। এবং অন্যান্য উন্নত দেশে কয়েক লক্ষ টাকা।
তাছাড়া অনলাইনে বাংলাদেশের কয়েক হাজার সফল গ্রাফিক্স ডিজাইনার প্রতি মাসে ২০০ থেকে ২ হাজার ডলার আয় করছেন।

এবার আসি কাজের কথায় ঃ 
নিচের ভিডিওটি Follow করে দেখে নিন কিভাবে আপনার পিসিতে এবং ফোনে ফ্রি আনলিমিটেড টিভি দেখবেন, সম্পূর্ণ বিনামুল্যে।
কাজটি করার জন্য কি কি লাগবে সব ভিডিওর ভেতর বলে দেওয়া আছে।
আজকের বিষয় ঃ কোন ডাটা চার্জ ছাড়াই আপনার পিসিতে ও ফোনে দেখুন Free TV (100% Working)
ভিডিওটি সরাসরি  দেখতে এখানে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন আশা করি বন্ধুরা। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো।
কোথাও বুঝতে সমস্যা হলে আমি আছি ফেসবুকে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Shillong Teer Counter ( Hitt Number )

What is the difference between possibility and probability?

Tips for Learning English with Interactive Websites