এই মুহুর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যাক্তি।

আপনি এই মুহুর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যাক্তি। কারন আপনি বেঁচে আছেন। নিঃশ্বাস প্রশ্বাস এখনও সচল আছে আপনার। তাহলে আপনি কেন অযথা আগামীকালের জন্য দুঃচিন্তা করছেন? আপনি যে মুহুর্তে আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত ঠিক সেই একই সময়ে বহু মানুষ হাসপাতালের বেডে শুয়ে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকার লড়াই করছে।

আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আপনি যখন ভূমিষ্ট হয়েছিলেন তখন আপনার পরনে এক টুকরো কাপড়ও ছিল না। এখন আপনার পরনে বস্ত্র আছে। নিজেকে দুভার্গ্যবান ভাবার কিছু নেই। আপনি আপনার চারপাশে চোখ মেলে চেয়ে দেখুন সৃষ্টিকর্তা আপনাকে কতটা পূর্ণতা দিয়ে পাঠিয়েছেন। তিনি চাইলে আপনাকে অন্ধ, বিকলঙ্গ কিংবা মানষিক ভারসাম্যহীন ভাবেও পাঠাতে পারতেন।

আপনার কি আছে? আপনি কি অর্জন করতে পেরেছেন সেই হিসাব মেলাতে যখন ব্যস্ত ঠিক তখনই চেয়ে দেখুন আপনার পাশেই কেউ একজন অভূক্ত থেকেও সৃষ্টিকর্তার শোকর করছেন। কাফনের কাপড়ের কোন পকেট নেই যে আপনি দুনিয়া থেকে পরপারে কিছু নিয়ে যেতে পারবেন। অযথা নিজেকে কেন অভাবী করে তুলছেন ভবিষ্যতের দুঃচিন্তায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট