ছোট্ট কিছু চিন্তা!

প্রচন্ড গরমের মধ্যে সারা দিনের ক্লান্ত শরীরে বাসে বসে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে কাওরান বাজার আসতে যখন ১ ঘন্টা ৭ মিনিট সময় লাগে তখনও জানিনা কিভাবে মনে হতে পারে জীবন অনেক সুন্দর!

ছোট্ট কিছু চিন্তা!
-অলস সময়ে চোখ বুজে কাটাতে কেমন লাগে?
-পাশের দামী গাড়িটাতে এসির মধ্যে থেকেও জ্যামে বিরক্ত মানুষটার চেহারাটা দেখতে কেমন লাগে?
-ব্যস্ত মানুষগুলোর ক্লান্ত মুখে বিরক্তির ছাপটা কেমন?
-পনের টাকার ঠান্ডা পানির বোতল পাঁচ টাকা বাড়িয়ে গরমে হাপিয়ে ওঠা যাত্রীদের কাছে মুহুর্তেই কার্টুন ধরে বিক্রি করে যতটা না লাভ, তার থেকে টিৎকার করে গলা ফাটিয়ে “এই পানি” ”এই পানি” বলে ডাকাডাকিতে কতটা বেশী ক্লান্তি আসে?
-গরমে ঘামে ভেজা শরীরে প্রেমিকার ফোনও খুব বেশী মধুর হয় না কেন?
-চোখে প্রশান্তি আনা সোনালু, কৃষ্ণচূড়া, জারুল ফুল গুলোর যৌবনের যাত্রা তো শেষের পথে প্রায়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট

Why the Google Pixel is the best

English Conversation Tips