গ্রাম্য ভুত |

ভ্রষ্ট নহি; নষ্ট নহি,

যদিও কষ্ট মনে
এত কষ্টেও রেখেছি বন্ধন- বন্ধু তোমার সনে।
সারসংক্ষেপে করব বর্ণন জানুক সর্ব লোকে-
ক্লান্ত পথিক ক্ষান্ত মিশন, পাথর অধিক শোকে!
তুমি হলে হাই সোসাইটির আমি গ্রাম্য ভুত

এত কিছুর পরেও মোদের মিল ছিল অদ্ভূত।
একই বর্ষে একই বিষয় করতাম লেখা-পড়া
লক্ষ্য ছিল দুটি মনের সুন্দর জীবন গড়া।

সর্ব বিষয়; সব কিছুতেই ছিল ঐক্যমত
মাঝখান এসে তোমার বাবা- সাজল ঐরাবত!
ঐরাবতটা বলল হেসে- বেকার ছেলে জামাই(!)
কত টাকা গ্রাম্য ভুতের মাসের শেষে কামাই ?

চাকরীর খোঁজে দিশেহারা ভীত আমার মন
চাকরী পাওয়ার পূর্বেই তার সঙ্গী নির্বাচন!
বললাম তারে- এমন করে হঠাৎ বদলে গেলে??
আমার যায়গায় সঙ্গী করলে উঁচু তলার ছেলে?!

তোমার আমার মাঝে ছিল লক্ষ-যোজন ফাঁক
জানলাম তা অনেক পরে হলাম হতবাক!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট