ধ্যাত্তারি ছাই, ভাল্লাগেনা

নিজেকে মাঝে মাঝে ছিড়ে ফেলতে ইচ্ছে করে। একদম ছোট ছোট কাগজের টুকরোর মতন। 
তারপর কাগজের টুকরোগুলো 
ফু দিয়ে উড়িয়ে দিতে।
চূর্ণ করতে ইচ্ছে হয় সব যান্ত্রিক মূহুর্তগুলোকে
ঠিক মা যেভাবে সকাল সন্ধা হলুদ মরিচ চূর্ণ করে সেইভাবে।
মুক্তিবেগের কাছাকাছি কোন বেগে সব ছাইপাশ ছেড়ে চলে যেতে ইচ্ছে হয় একদম নিঃশব্দে।
এই স্রিমারের মত ছুটে যাওয়া সময় 
আমাকে আমার হতে দেয়না।
তারাদের মত আলো হয়ে দূরের কোন গ্যালাক্সিতে জ্বলতে ইচ্ছে হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

PC Based MikroTik Router OS Installation

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস