বলবি তুই ঢাহা মিথ্যে
হয়তো আমি ভেবে ছিলাম তুমি আমার হবে, তাই
তোমাকে ভালোবেসে ছিলাম । সেটাই আমার জীবনে সবচেয়ে বড়
ভুল ছিলো । কিন্তু , তোমাকে ভালো না বাসলে, আমি ভালোবাসার
কষ্ট টাই অনুভব করতে পারতাম না । তবুও তোমার জীবনকে অভিশাপ্ত
করবো না, কারন, আমি আজ ও তোমায় ভালোবাসি, আমার সব টুকু সুখ
কেঁড়ে নিয়েছো, কিন্তু , আমার মনে লুকানো ভালোবাসা গুলো তুমি নিতে পারো নি ।
এটাই যে আমার বেঁচে থাকার সম্ভল ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন