সেল্ফ এক্সপেরিয়েন্স
কিছু কিছু মানুষ
মনের ভেতর এমন
করে জায়গা করে নেয় যে,
সে মানুষ গুলো একবার
হারিয়ে গেলে যে শূন্যতা তৈরি হয়
তা অন্য কোন মানুষ দিয়ে
পুরন করা সম্ভব নয় ....
. চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষনিঃশ্বাস পর্যন্ত।
. সত্যিকার ভালবাসার প্রতিদান যদি হয় প্রতারনা । তবে সে প্রতারনার আশ্রয় নিয়ে প্রতারিত সেই ভালবাসাকে পতিতালয়ে ফেলে আসাই ভাল।
. স্বপ্নটা কেমন ছিল,
তা ঘুম ভাঙ্গার পর বুঝা যায়।
ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল,
তা হারিয়ে যাবার পরই বুঝা যায়।....
. "একজন ভাল ছেলে মেয়েদের কাছ থেকে কখনও তার প্রাপ্য সম্মান পায় না॥"
তোমার জীবনে সেই
সব থেকে গুরুত্বপূর্ন
মানুষ , যে তোমাকে
বদলে দেয়
. মানুষ যখন কোন কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকে সে নিষ্টুর হতে শেখে। কষ্টই হল নিষ্টুর হওয়ার অন্যতম কারণ।।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন