নিশ্চিত থাকুন আপনি পৃথিবীর সুখী মানুষদের একজন এই মুহুর্ত থেকে।

হিংসাত্বক মানুষিকতাকে ভেঙে ফেলে সহযোগীতার সমতলে এসে দাঁড়ান। ষ্টার প্লাস, ষ্টার জলসার নায়ক বনে যাওয়ার ইচ্ছে না থাকলে ফিরে তাকান। আপনার বন্ধু গাড়ি বাড়ি হাড়ির মালিক বনে গেছেন। আপনি কিছুই করতে পারেন নি। শুধু শুধু তার কথা চিন্তা করে নিজের মনকে বিষিয়ে তোলার কি আছে। হিংসার আগুনে জ্বলে পুড়ে মরার চেয়ে এক গ্লাস চিরতার পানি খেয়ে লেগে পড়ুন কাজে। সহযোগীতার বন্ধনে গড়ে তুলুন আপনার ভিত। নিশ্চিত থাকুন আপনি পৃথিবীর সুখী মানুষদের একজন এই মুহুর্ত থেকে।@

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Shillong Teer Counter ( Hitt Number )

থাই লটারি কিভাবে খেলবেন

সফল ফ্রিল্যান্সার হওয়ার ৭ টি জটিল টিপস