স্বাদ বেশি ভাই হালের গরু

স্বাদ বেশি ভাই হালের গরু

গরু কোরবানী দিবেন যারা
তাদের বলে যাই
বর্তমানে গরুর মাঝেও
ভেজাল দেখতে পাই।

মোটা তাজা হলেই কিন্তু
কিনবেন না ভাই গরু
গায় গতরে শক্ত দেখবেন
হোক না শুকনা সরু।

ইনজেকশনের মোটা তাজা
হার্ট এ্যাটাকে মরে
এসব গরু কিনলে কিন্তু
কাঁদবেন বসে ঘরে।

গেরস্থ ঘরের হালের গরু
হোকনা গায়ে কাবু
তারপরেতেও বেজায় স্বাদের
বলল গঞ্জের বাবু।

মোটা তাজা গরু কিনবেন
পাইনসা লাগবে ভাই
ক্যামিকেলে ঠাসা হওয়ায়
স্বাদবাদ কিছু নাই।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট