সবার মন যুগিয়ে আপনি কখনো চলতে পারবেন না।
হ্যা ভেঙে না বলুন। অবাক হওয়ার কিছু নেই। না বলতে পারাও একটা বিশেষ গুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে না বলতেই হবে। সবার মন যুগিয়ে আপনি কখনো চলতে পারবেন না। ধরুন আপনার অফিসের সবচেয়ে রাগী বস আপনাকে হুকুম করেছে একটা অন্যায় কাজ করতে। আপনি তাকে না বলতে পারলেন না। অন্যায় জেনেও কাজটি করলেন। কিছু দিন পর আপনার বস বদলী হল। তার স্থানেই এল নতুন বস। তিনি সবকিছু খতিয়ে দেখতে পেলেন অন্যায়টা আপনার দ্বারাই ঘটেছে। ফলাফল শাস্তি । সবার প্রথমে আপনাকেই পেতে হবে। না বলা শিখুন সব ক্ষেত্রে হ্যা বলতে যাবেন না। যা আপনার অসাধ্য সে ব্যাপারে হ্যা বলতে পারার মধ্যে কোন স্বার্থকতা নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন