তুমি কি আমার বন্ধু হবে ????
তুমি কি আমার বন্ধু হবে ???? |
তুমি কি আমার বন্ধু হবে ???? |
জাগিয়ে দাও মনে এক সুখের অনূভুতি ।
তুমি কি আমার বন্ধু হবে ?
আমি প্রতিদিন ভিজতে চাই
পেতে চাই তোমার মাঝে সেই
আমার সুখের অনূভুতি ।
ছোট্ট বেলায় স্কুল ফেরা বৃষ্টি ভেজা দিন
বাড়ি ফিরে ভিজা চুল মুছতে মুছতে
মনের মাঝে আনন্দের শিহরণের অনূভুতি।
মায়ের বকা,ঠান্ডা লাগানোর ভয়ের অনূভুতি ।
বেলকনিতে দাঁড়িয়ে মনের ভিতর,
কল্পনার মানুষটির হাত ধরে ভেজার
সেই অনূভুতির শিহরণ।
বৃষ্টি জলকণা,তুমি কি আমার বন্ধু হবে ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন