শান্তিতে থাকতে চাওয়াটা কি পাপ???

শান্তিতে থাকতে চাওয়াটা কি পাপ???
কাল বের হইও না।
-কেনো?
-প্রতিবার দেখো না মেয়েদের সাথে কি হয়?
-হুম দেখি তো।
-তাইলে?ভয় করে না?
-প্রতিবার যা হয়, এবারো যে তাই ই হবে, কে বলছে?
-তো কি হবে এবার?
-এবার ব্রেকিং নিউজ হবে, "উত্যক্ত করতে এসে মেয়েদের ছুরিকাঘাতে লিঙ্গ হারালো বখাটে"
-হাহাহা! মেয়েটা কি তুমি হবা?
-হুম, আমি হবো, আরো লাখখানেক মেয়ে হবে, তুমিও হতে পারো।তবে নামের জায়গায় শুধু "নারী" আসুক। সবার নাম লিখতে গেলে পত্রিকায় জঙ্গি হামলার কথা লেখার জায়গা থাকবে না তো! 
-জঙ্গি হামলা?
-হুম, কাল হতে পারে।
-তাও বের হবা?
-হুম হবো।
-কি দরকার? ভিড়ে বোমা হামলা হয়! জানোই তো সব! 
-তা তো মসজিদেও হয়েছে। হয়নি? মসজিদে যাওয়া বন্ধ করো?
-ঘরে বসে থাকতে সমস্যা কি? এতো দরকার ঘুরাঘুরির? 
-ব্যাপার টা ঘুরাঘুরির না, ব্যাপার টা অন্যায় মেনে নেয়া আর না নেয়ার। অন্যায় মেনে নিয়ে নিজেকে বঞ্চিত করার। 
-উফফ!! তোমাকে মাঝেমাঝে আটকানো অসম্ভব হয়ে পরে!
-মাই প্লেজার :) 
...
...
ব্যাপার টা খুব সিম্পল।
এইটা বৈশাখ।
হিন্দি সিরিয়াল থেকে ইন্সপায়ার্ড হয়ে অর্ধনগ্ন অবস্থায় নোংরামি করার সুযোগ টা নেই এখানে।
কালচার টা ধরে রাখা জরুরি,
আনন্দ উপভোগ করাটা জরুরি,
শরীরের ৬০ শতাংশ বের করে পাবলিক প্লেইসে ঘুরাটা খুব জরুরিনা। 
...
আর ছেলেরা! 
জানি শাড়ীতে বাঙ্গালী নারীদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী লাগে। 
কোনো মেয়েকে ভালো লাগতেই পারে আপনার।
তার মানে তো এই না তাকে উত্যক্ত করতে হবে!
অশ্লীল কথা বলতে হবে। 
একটা ১০ টাকার ফুল কিনে হাতে ধরায় দিয়ে বলে দেন
"এতো সুন্দর ও মানুষ হয়?"
এই বলেই হেটে চলে আসেন,
চলে আসার সময় আর পিছে ফিরবেন না। 
সেই মেয়ে, 
মেয়ের বান্ধবীরা, 
কেউ আপনার কথা আজীবনেও ভুলবেনা। 
এতোটকুই কি এনাফ না? 
...
এইবার দারুন কাটুক বৈশাখের প্রথম দিন।
বুক পেতে দিয়ে যুবকের দল রক্ষা করুক মেয়দের, মা দের।
পান্তা ভাত টা, খিচুরিটা ভাগাভাগি হউক গরীব বাচ্চাটার সাথে। 
না বাধুক সংঘর্স।
...
মানুষ ই তো আমরা,
অনুভূতি মাখানো রক্ত মাংসের মানুষ। 
শান্তিতে থাকতে চাওয়াটা কি পাপ???

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

PC Based MikroTik Router OS Installation

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস