যা তোমার নেই।

যা তোমার নেই।

হয়তো অনেকের ভালবাসা পাবে তুমি,
কিন্তু কারো ভালোবাসা ধরে রাখতে পারবেনা।
কারণ ভালোবাসা ধরে রাখতে গেলে সুন্দর ১টা মন লাগে,
যা তোমার নেই।
তুমি শুধু ভালোবাসা নিতেই শিখেছো,
কিন্তু ভালবাসতে শিখোনি।
পারনি কারো ভালোবাসার মূল্য দিতে,
মনে রেখো এমন ১টা দিন আসবে যেদিন
তোমার চোখের পানির মূল্যও পাবেনা কারো কাছ থেকে।

ভেবোনা এটা অভিশাপ, এটা হবে তোমার কর্মফল,
খুব সহজেই যে তোমার মুক্তি মিলবে তাও ভেবোনা।
কেননা দুনিয়ার বিচার দুনিয়াতেই হয়,
হয়তো একদিন আগে বা একদিন পরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট