আমাদের আর দেখা হবে না

আমাদের আর দেখা হবে না

কোনো একদিনের পর থেকে আমাদের আর দেখা হবে নাহ্....
হাজারবার বলতে চেয়েও ভালোবাসি শব্দটা হয়তো আর বলা হয়ে উঠবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে কারো অপেক্ষায় হয়তো আর অভিমানের পাল্লা ভারী হয়ে উঠবে না। মুঠোফোনের ওপাশ থেকে প্রিয় কোনো এক কন্ঠস্বর শোনা হবে না বহুদিন।
.
অকারণ খুনশুঁটি ঝগড়া সবকিছু থেমে যাবে একদিন, যোগাযোগ নিভে যাবে। হাতে হাত ধরে হাঁটতে চাওয়ার ইচ্ছেগুলো ঝড়ে যাবে! কারো চোখের দিকে তাকিয়ে থেকে আরো একটি পূর্নিমার রাত কাটিয়ে দেওয়ার স্বপ্নগুলো মরে যাবে।
তবে কোথায় গিয়ে যেনো ভালোবাসা টুকু ঠিকই রয়ে যাবে।
নাকি দূরুত্বের সাথে পাল্লা দিয়ে তুমিও আমায় বেশ যত্ন করেই ভুলে যাবে...!!
.
লেখিকা : Nidrita Niger

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

থাই লটারি কিভাবে খেলবেন

লটারি জেতার কার্যকরী কৌশল জানেন কি?টিপস ও ট্রিকস

এডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট