পোস্টগুলি

মার্চ, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

8 WhatsApp messages to wish someone luck

ছবি
8 WhatsApp messages to wish someone luck: 1. Good luck (সৌভাগ্য) - used to express wishes for success. (কোনো ব্যক্তির সাফল্যের জন্য প্রাণঢালা শুভেচ্ছা!) Example: Good luck with your exams! 2. All the best (শুভকামনা, যেনো সব ভালো হোক) Example: All the best for your trip! 3. Break a leg (খুব ভালো করা, ভাগ্য তোমার সাথে আছে) Example: You have practiced a lot! Break a leg! 4. Kill it! (অনেক ভালো করা) - wishing someone to do something extremely well Example: The audience went mad after his performance! He killed it! 5. You'll do great (আপনি অনেক ভালো করবেন) - When somebody is about to do something important, you could say this to motivate them. (যখন কেউ কিছু এম করতে যায় যেটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাদেরকে উৎসাহিত করতে এবং তাদের মধ্যে আস্থা বাড়ানোর জন্য,আপনি বলতে পারেন - You'll do great) Example: Don't worry, you'll do great! Other terms for luck: 1.'Pushing your luck': When you have good luck or a good situation, but you try too har...

Common English expressions

ছবি
Common English expressions: 1. Fed up - this means, to have had enough(হয়রান) 2. Feel like - this means, want to do something(কিছু একটা করতে চাই) 3. No hard feelings - don't worry(চিন্তা করোনা) 4. Heavy duty - tough and powerful(শক্ত এবং শক্তিশালী) 5. Hook up - to connect(সংযোগ করা) 6. Join forces - means to unite(ঐক্য মানে) 7. just what the doctor ordered - means what you need(তুমি কি চাও) 8. Just about - nearly(প্রায়) 9. Ins and outs - the small details(ছোট বিবরণ) 10. In hand - under control(নিয়ন্ত্রণে) 11. Kick around - treat badly(খারাপ ব্যবহার) 12. Kick the bucket - to die(মরতে) 13. Knock it off - to stop it(এটা থামাতে) 14. Know-it-all - means, over confident(বেশি আত্মবিশ্বাসী) 15. Keep on - continue(অবিরত) 16. In less than no time - immediately(অবিলম্বে) 17. Long face - sad(দু: খিত) 18. Means business - serious(গম্ভীর) 19. Make up your mind - decide(সিদ্ধান্ত নেন) 20. Make off with - to steal(চুরি করা) 21. Make believe - to pret...

Expressing Frustration হতাশা প্রকাশ এর ১৩ নিয়ম

ছবি
Expressing Frustration(হতাশা প্রকাশ): 1. I can't stand   noun/gerund E.g. I can't stand stupid people. 2. I can't bear   noun/gerund E.g. I can't bear moonless nights. 3. I can't put up with   noun/gerund E.g. I can't put up with her. She's really annoying. 4. noun/gerund annoys me E.g. He annoys me. 5. noun/gerund bugs me E.g. My niece bugs me. 6. noun/gerund gets on my nerves E.g. The sound of my alarm clock gets on my nerves. 7. noun/gerund pisses me off (slang) E.g. People who show off all the time, piss me off. 8. I can't stand it when   sentence E.g. I can't stand it when people are dishonest. 9. I can't bear it when... E.g. I can't bear it when my feet are cold. 10. It annoys me when... E.g. It annoys me when my roommate leave the lights on. 11. It bugs me when... E.g. It bugs me when my phone runs out of battery. 12. It gets on my nerves when... E.g. It gets on my nerves when someone does not com...

ভালো থেকো ভালোবাসা

ছবি
ভালোবাসা সবসময় তুমি ভালো থেকো। আমার কষ্টের রূপ দেখে তুমি সুখের হাসিতে মগ্ন থেকো।তবেই আমি ভালো থাকবো।আমার ভালবাসা তুমিই তাইতো সবসময় ভালো থাকবে এই কামনা করি আমি হাজার কষ্টের মাঝে বেঁচে থেকেও।আমি নিজেকে হারিয়ে ফেলি মেঘের আড়ালে।ভালোবাসা এমনই হয়,অজান্তেই যেনো চোখের পাতা ভিজে গিয়ে আনমনে দুফোটা জ্বল চলে আসে।তবুও আমি সবসময় ভালোবাসার মঙ্গল কামনা করেই যেতে চাইবো জীবনের শেষ ক্ষণ পর্যন্ত। তাই আমার মাঝে মধ্যে মনে হয়,ভালোবাসা শব্দটাই যেনো বড়ই অদ্ভুত!!তবে তার চাইতে বেশী অদ্ভুত মনে হয়ে থাকে ভালোবাসার মানুষটিকে।যদি তুমি কষ্টই দেবে, তবে সেদিন কেনোইবা আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে?তবুও আজও জানতে ইচ্ছে করে,এই সূদুর থেকেই কেমন আছো তুমি এই আমাকে ছাড়া? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো? হয়তোবা এখন আগের মতো আমাকে ভাবতে সময় হয়না তোমার?  আর কেনোইবা মনে পড়বে আমাকে?আমি তো অনেক অনেক বেমানান তোমার ভালোবাসার কাছে,তোমার অর্থের কাছে!তোমার ধন দৌলতের কাছে!তবে এতো কিছু তোমাকে বললাম এমনিতেই,তুমি কিছু মনে করবেননা!কেননা আমার আজ ভীষণ খারাপ লাগছে তাই এতোটা বলে ফেললাম। আমি একথাও জানি,যে তুমি তোমার নিজ থেকে জানতে চাইবেনা,...

Thai lottery upcoming draw tips

ছবি

হায়রে ভালবাসা 😭💔

ছবি
ভআলোবাসা বলেন তো,সত্যি বলতে ভালোবাসা কি ? আমার কাছে মনে হয় ভালোবাসা মানে একটা গভীর অনুভূতি যা শক্তভাবে আবেগের জালে জড়িয়ে দুটি মানুষকে এক করে ফেলে । এটা এমনি স্বর্গীয় একটা সুখের অনুভূতি যা থেকে মানুষ বের হতে পারে না । এমনি একটা দৃঢ় অনুভূতি এই ভালোবাসা যা একটা ছেলেকে/মেয়েকে পারে তার এত বছরের পরিবার থেকে বের করে আনতে ,পারে সারাটা জীবন ভালোবাসার মানুষটির নামে অলিখিত দলিল করে দিতে ,পারে শত ভুল করলেও ভালোবাসার মানুষটির একটি স্যরিতে সবকিছু ভুলিয়ে দিতে !এমনকি জীবনও নিয়ে নিতে পারে এই ভালোবাসা ! বাপরে বাপ !ভয় পাইছি ! কিছু কাহিনী বলি ভালোবাসার ,দেখি আপনারাও ভয় পান কিনা ! মেঘ আর মেঘলা ।পরীক্ষার আগের রাত ছাড়া তাদের সবসময় সন্ধ্যার পর একসাথে ক্যাম্পাসে ঘুরতে দেখা যাবেই ।মেঘলার যেকোন দরকারে সবার আগে মেঘকেই কাছে পায় । একবার বাস ধর্মঘটে মেঘলার বাসায় যাওয়া রিস্ক হয়ে পড়ে ,তাই মেঘ এত মাইল পেরিয়ে তাকে পৌঁছে দিয়ে আসে ।কিন্তু নিজে ফেরার পথে কি যে ঝামেলাতে পড়েছিল !তবুও মুখে হাসি নিয়ে বলেছিল ,যাক মেঘলাকে তো ভালোভাবে দিয়ে আসতে পারছি ।কিন্তু অল্প কিছু মানুষই জানে এই ছেলেটাই মেঘলার আগে কাউকে পা...

আমাদের আর দেখা হবে না

ছবি
কোনো একদিনের পর থেকে আমাদের আর দেখা হবে নাহ্.... হাজারবার বলতে চেয়েও ভালোবাসি শব্দটা হয়তো আর বলা হয়ে উঠবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে কারো অপেক্ষায় হয়তো আর অভিমানের পাল্লা ভারী হয়ে উঠবে না। মুঠোফোনের ওপাশ থেকে প্রিয় কোনো এক কন্ঠস্বর শোনা হবে না বহুদিন। . অকারণ খুনশুঁটি ঝগড়া সবকিছু থেমে যাবে একদিন, যোগাযোগ নিভে যাবে। হাতে হাত ধরে হাঁটতে চাওয়ার ইচ্ছেগুলো ঝড়ে যাবে! কারো চোখের দিকে তাকিয়ে থেকে আরো একটি পূর্নিমার রাত কাটিয়ে দেওয়ার স্বপ্নগুলো মরে যাবে। তবে কোথায় গিয়ে যেনো ভালোবাসা টুকু ঠিকই রয়ে যাবে। নাকি দূরুত্বের সাথে পাল্লা দিয়ে তুমিও আমায় বেশ যত্ন করেই ভুলে যাবে...!! . লেখিকা : Nidrita Niger

আমি একা। ভীষণ ভীষণ একা।

ছবি
আমি একা। ভীষণ ভীষণ একা। এই বিশাল পৃথিবীতে একটা ছোট্ট ধূলিকণা সমান দুনিয়া আমার। যে দুনিয়া প্রতিদিন পায়ের তলে পিষে ক্ষত-বিক্ষত করে ফ্যালে আমাকে। আমি কিছুতেই ছন্দ মিলিয়ে উঠতে পারি না। কিছুতেই আমি কারও তেলমাথায় তৈলমর্দন করতে পারি না, ব্রা র ফিতা, ফেটে বের হয়ে যাওয়া ফিটিং জামা কিংবা স্লিভলেস পরে কাউকে সিডিউসও করতে পারি না, আমি কারও তোষামোদ করতে পারি না, মেরুদণ্ডহীন কারও কাছে নত হতে পারিনা, যাকে ঘৃণা না করলে উল্টে যায় সূত্র তাকেও ঘৃণা করতে পারি না, যাকে ভালোবাসলে জান্নাত ছোঁয়া যায় তাকেও ভালোবাসতে পারি না। আমি কিলিকবাজি করতে পারি না, আমি বিচিং করতে পারি না, আমি মেকি হাসতে পারি না, ঢং এর কান্না কাঁদতেও পারি না। আমার প্রমোশনটা কোথায় গিয়ে যেন আটকে যায়, আমার ফার্স্ট হওয়া টা কোথায় গিয়ে যেন উল্টে যায়, আমার সপ্নের লালবাসটা শুধু স্বপ্নেই রয়ে যায়, আমার ভাল থাকাটা শুধু মেঘ হয়েই ভেসে বেড়ায়। ছন্দটা আমার মেলেই না। . আমি একা। ভীষণ ভীষণ একা। আমি ঠিক পৃথিবীর মত একা। আমার কোন ম্যাচ-আপ নেই, আমার কোন ব্যাক-আপ নেই। এই একাকিত্বও আমার একার নয়। আমার একাকিত্বেও ভাগ বসায় সে। তারে আমি চিনিনা। তার ঠিকানাও জানি ন...